গাজীপুরের শ্রীপুরে দুই পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বিধাই গ্রামের ভোমোরা ভিটার খোকনের পরিত্যক্ত খামারে গণধর্ষণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) সারোয়ার হোসেন।
এ ঘটনায় গ্রেফতার চার ব্যক্তি হলেন – উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের শাহিনুল (৩০), কালাম (২৬), জাহাঙ্গীর (৩০), বাবু (১৯) ও নূরুল ইসলামের ছেলে মোকসেদুল (৩০)। এর ভুক্তভোগী এক নারী এই চার ব্যক্তিসহ মোট ৫ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে অভিযোগকারী ওই পোশাককর্মী তার এক বান্ধবীর অনুরোধে কাওরাইদের বিধাই এলাকার ভোমোরা ভিটার খোকনের পরিত্যক্ত খামারে ঘুরতে যায়। এ সময় অভিযুক্তরা কৌশলে দুই বান্ধবীকে আলাদা করে পৃথক দু’টি পরিত্যক্ত কক্ষে নিয়ে সারারাত গণধর্ষণ করে। দু’জনেই যে একইভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তা দুই বান্ধবীর কেউই বুঝতে পারেননি। পরে ভোরবেলায় ভুক্তভোগী ওই নারীকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।
সেখান থেকে স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করে অভিযোগকারী ওই নারী তার কারখানার আবাসিক কক্ষে চলে যান। সেখানে গিয়ে দেখেন সেই বান্ধবী তার জন্য অপেক্ষা করছেন। এ সময় তিনি জানতে পারেন যে তার বান্ধবীকেও গণধর্ষণের পর রাত সাড়ে ১০টার দিকে কারখানা এলাকায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে পরিবারের লোকজনের পরামর্শে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, “এ ঘটনায় মামলা রুজু করে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মোকসেদুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”