বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া এশিয়ান জুনিয়র ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপস-২০২০, অনলাইন দাবা এর ওপেন বিভাগে এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম বালিকা বিভাগে কোয়ালিফাই করেছেন।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকাল ১০-০০ টা হতে অনলাইনে এ চ্যাম্পিয়নশিপের বিশ^ দাবা সংস্থা এশিয়ান জোন-৩.২ এর কোয়ালিফায়িং এর ওপেন ও বালিকা বিভাগের খেলা অনুষ্ঠিত হয়, উভয় বিভাগে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান ও মালদ্বীপের ১৫ জন বালক ওপেন বিভাগে এবং ১৫ জন বালিকা বালিকা বিভাগে অংশগ্রহণ করেন।
ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও তাহসিন উভয়েই ৭ খেলায় ৬ পয়েন্ট করে অজর্ন করেন। চতুর্থ রাউন্ডে তাহসিন আন্তর্জাতিক মাস্টার ফাহাদের বিরুদ্ধে জয়ী হলেও টাই-ব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে আন্তর্জতিক মাস্টার ফাহাদ প্রথম এবং তাহসিন দ্বিতীয় হন। ওপেন বিভাগে শ্রীলংকার ফিদে মাস্টার জি,এম,এইচ, তিলকরতেœ সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় হন।
ওপেন বিভাগে বাংলাদেশের স্বর্নাভো চৌধুরী সাড়ে তিন পয়েন্ট নিয়ে অষ্টম হয়েছেন। বালিকা বিভাগে বাংলাদেশের নোশিন আঞ্জুম সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপ হন। বালিকা বিভাগে শ্রীলংকার মহিলা ক্যান্ডিডেট মাস্টার জয়াভিরা সাযুনি জিহানসা ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে শ্রীলংকার দাহামপ্রিয়া এইচ, কে, টি, দেবনেথমাই তৃতীয় হন।
বালিকা বিভাগে বাংলাদেশের ওয়ালিজা আহমেদ ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ও ওয়ারসিয়া খুশবু সাড়ে চার পয়েন্ট নিয়ে পঞ্চম হন। র্যাপিড দাবা নিয়মে এ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এশিয়ার ৭টি জোনের বাছাইকৃত ২১ জন খেলোয়াড় ওপেন বিভাগে এবং ২১ জন খেলোয়াড় বালিকা বিভাগে অংশগ্রহণ করবেন।
আগামী ৩ রা জুন বাংলাদেশ সময় দুপুর ১২-০০ টা হতে বালিকা বিভাগের এবং আগামী ৪ ঠা জুন দুপুর ১২-০০ টা হতে ওপেন বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ওপেন বিভাগে তিন হাজার এবং বালিকা বিভাগে দেড় হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার সহ উভয় বিভাগের স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেয়া হবে। –সংবাদ বিজ্ঞপ্তি