উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে লিচেসে অনুষ্ঠিত “তৃতীয় ইউসিসিসি অনলাইন ক্লাসিক টুর্নামেন্ট” এ ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে হাসান ইমাম অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। আর সমান খেলায় ৫.৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে রানারআপ, তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে আজমাইন পারভেজ সায়র, বেলাল হোসেন। এবং মোঃ আনিসুজ্জামান। আর ৫ পয়েন্ট করে পেয়ে পঞ্চম থেকে অষ্টম হয়েছেন যথাক্রমে সিহাব তানিম, এসএম তারেক, মনিরুজ্জামান উলাও এবং আমিনুল ইসলাম। ৪.৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে নবম ও দশম হন যথাক্রমে কাজী আফনান রওনক এবং রতনজয় তঞ্চঙ্গ্যা।
৫.৫ পয়েন্ট পেয়ে সম্মিলিত পয়েন্ট তালিকায় রানারআপ এবং অনূর্ধ্ব-১৬ দাবাড়ুদের মধ্যে প্রথম হন আজমাইন পারভেজ সায়র।গত ৩১ অক্টোবর, শনিবার রাত ১২:০০ টা থেকে গতকাল ০৬ নভেম্বর, শুক্রবার রাত পর্যন্ত ৭ দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে দেশি-বিদেশি ৬৪ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।