বিশ্বে স্বাস্থ সংস্থা ও বিশেষজ্ঞদের স্বাস্থ্যা মতামত অনুয়ারী করোনা ভাইরাস সহজে যাবে না, এই করোনা বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য করোনা কাপ রাগবি প্রতিযোগিতা ২০২০ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।
এখানে উল্লেখ থাকে যে খেলোয়াড়বৃন্দ সুরক্ষা নিয়ে এই প্রতিযোতিা অনুষ্ঠিত হবে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গøাভস,ফুল হাতা জার্সি এবং ট্রাউজার পরে খেলোয়াড়গন প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। এই ছাড়া দর্শকদের কে নিরাপদ দুরত্ব বসার ব্যবস্থায় করা হবে এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দিয়ে দর্শকদের কে সহযোগিতা করা হবে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর পক্ষে থেকে।
করোনা কে প্রতিহত করে আমাদের র্কমকান্ড চালিয়ে যেতে হবে।এখানে উল্লেখ থাকে যে দেশে ও বিদেশের ক্রীড়া বিশেষজ্ঞদের মতামতের উপর ভিওি করে ও বাংলাদেশ সরকারের অনুমোদন পেলে এবং জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ম নীতি মেনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। -প্রেস রিলিজ