দেশের বিভিন্ন উপজেলা/থানা শাখার ন্যায় সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের রূপগঞ্জ রূপসী শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কোম্পানীর চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান।
২৫ নভেম্বর ২০২০,বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ রূপসীর হাজী জুলহাস ভূঁইয়া শপিং কমপ্লেক্সে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের এই শাখা উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ন্যায্যমূল্যে মানুষের দৌরগোড়ায় সেবা প্রদানের লক্ষ্যে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস সারাদেশে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সহজে দ্রুত সেবা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন- সারাদেশের ন্যায় রূপগঞ্জবাসী শীঘ্রই আমাদের এই সেবা গ্রহণ করতে পারবেন এবং বেকার সমস্যা সমাধানে আমাদের প্রতিষ্ঠান সহায়ক হবে। ইনশাআল্লাহ
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহমুদুল হাসান, যমুনা ব্যাংক রূপসী শাখার ম্যানেজার মোঃ ফারুক ইকবাল, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ জাহিদুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রূপসী শাখার স্বত্বাধিকারী মোঃ মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ কুমার সাহা (বাবু ডাক্তার), সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের রূপসী শাখার এজেন্ট মোঃ শফিকুজ্জামান প্রমূখ।