করোনার জেরে দীর্ঘদিন ধরে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পর সিদ্ধান্ত পরিবর্তন করল দেশটি। প্রাথমিক বিদ্যালয় ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানে এখন পর্যন্ত তিন লাখ দুই হাজার চারশ ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে ছয় হাজার তিনশ ৮৯ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন দুই লাখ ৯০ হাজার দু’শ ৬১ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় আছেন মাত্র পাঁচ হাজার সাতশ ৭৪ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাস পর মাধ্যমিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় আজ মঙ্গলবার থেকে পুনরায় খুলে দেওয়া হলো পাকিস্তানে।
পাকিস্তান সরকার বলছে, শিক্ষা প্রতিষ্ঠান চালুর পর করোনাভাইরাস যেন ছড়িয়ে যেতে না পারে সেজন্য কঠোরভাবে বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেশী দেশ ভারতের তুলনায় পাকিস্তান করোনায় অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। কারণ, ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৯ লাখ ৩০ হাজার দু’শ ছয়জন এবং মারা গেছে ৮০ হাজার আটশ আটজন। এখনো ণয় লাখ ৯০ হাজারের বেশি মানুষ সে দেশে করোনা আক্রান্ত হয়ে আছে।
সূত্র : আল-জাজিরা