বুধবার (১৭ মে) সকাল থেকেই আকাশ খানিকটা মেঘলা ছিল। তবে কিছুক্ষণ পরেই আকাশ মেঘে ঢেকে চারদিক অন্ধকার হয়ে শুরু হয় বাতাস, সঙ্গে বৃষ্টি। এতে কর্মজীবীদের যাত্রায় ভোগান্তি হলেও গরম কমায় শহরে নেমেছে স্বস্তি।
আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং নোয়াখালি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।