মেকআপ তোলার জন্য কেনা মেকআপ রিমুভার ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন না। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রিমুভার।
জেনে নিন রিমুভার বানানোর পদ্ধতি-
একটি পাত্রে দু’চামচ নারকেল তেল নিয়ে তাতে এক চামচ নিন। এ বার মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে খুব সহজেই মেকআপ তুলে ফেলুন।
অলিভ অয়েল দিয়েও মেকআপ তুলতে পারেন। অলিভ অয়েল মুখে ভালো করে লাগিয়ে নিলে তাতেই মেকআপ উঠে আসবে। এতে ত্বক ভালো থাকবে।
বেবি অয়েল আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে তুলোয় নিয়ে মুখে লাগিয়ে নিন। এতে সহজেই মেকআপ উঠে আসবে।
কাঁচা দুধ খুব ভালো ক্লিনজারের কাজ করে। দুধে থাকে ভিটামিন, ক্যালসিয়াম, ফ্যাট, প্রোটিন, যা ত্বকের জন্যেও খুব ভালো। কাঁচা দুধে তুলো ভিজিয়ে মেকআপ পরিষ্কার করে নিতেই পারেন।
পেট্রোলিয়াম জেলি আর অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে মুখে লাগালেও খুব ভাল কাজ হয়।