পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা দরগাবাড়ী সংলগ্ন দুই ভাই মোঃ নাসির উদ্দিন ও মোঃ বশির উদ্দিন, পিতাঃ মৃত- সুলতান মৃধা তাদের বাড়িতে বসানো সরকারী টিউবয়েলে প্রায় ১০ বছর যাবত মোটর বসিয়ে কোনঠাসা করে রেখেছে স্থানীয়দের। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রায় ২০ বছর আগে এলাকার মানুষের পানি খাওয়ার জন্য উপজেলা থেকে টিউবওয়েলটির অনুমোদন দেওয়া হয়। কিন্ত নাসির উদ্দিন, বশির উদ্দিন ও তাদের পরিবার তাদের যাদের যাদের ভাল লাগে তাদের শুধু পানি খেতে দেয়। এমনকি তাদের বাড়ীতে আরো ৭টি ঘর থাকলেও তারা দুই একটি ঘরের লোক ছাড়া কাউকে পানি নিতে দেয় না। যার কারনে বাড়ীর অনেকেই পাশের বাড়ী হানিফ শরিফ ও হাসানদের বাড়ীর টিউবয়েল থেকে পানি নিয়ে থাকে।
এর মধ্যে তারা প্রায় ১০ বছর ধরে সরকারী টিউবয়েলে মোটর লাগিয়ে নিজেদের বিল্ডিংয়ের পানির টাঙ্কিতে লাইন নেওয়ায় অতিরিক্ত লোডের কারনে টিউবওয়েলটি পানি উত্তলন করতে প্রায় অক্ষম। তাদের বাড়ীর লোক আলামিন মৃধা, রহমান মৃধা, রহিম মৃধার সাথে আলাপকালে জানা যায়, যখন কেউ টিউওবয়েলে পানি নিতে আসের তখন নাসির উদ্দিনের মা ছোকানুর বেগম মোটরটি স্টার্ট করে দেয় ফলে আর চাপিয়ে পানি নেওয়া যায় না। তাদের এরুপ অত্যাচারের কারনে বাড়ীর রহমান মৃধা ও খালেক গাজীরা ব্যক্তিগত টিউওবয়েল কিনতে বাধ্য হয়েছে। নাসির উদ্দিন ও বশির উদ্দিন সরকারী চাকরি করায় তাদের ক্ষমতার দাপতে বাড়ীর তথা এলাকার কেউ এ ব্যাপারে অভিযোগ দিতে সাহস পাচ্ছে না।
এ ব্যাপারে নাসির উদ্দিন ও বশির উদ্দিনের সাথে যোগাযোগ করলে তারা বলে তাদের বাড়ীর টিউবয়েল কিভাবে ব্যবহার হবে এটা তাদের ব্যাপার। সবাই গন হারে পানি নিলে টিউবয়েল কয়দিন টিকবে তাই তারা বাহিরের কাউকে পানি নিতে দেয় না।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও চেয়ারম্যানের সাথে আলাপকালে জানা যায়, তারা বিষয়টি জানে কিন্তু নাসির বশিরের ক্ষমতার দাপতে কিছুই বলতে পারছে না ।