প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ শহরে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন তিনি। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।
আজ শনিবার প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে দেয়া শোকবার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।