পুলিশের পোশাক পরে শুটিং করছিলেন অভিনেত্রী শিরিন শিলা। এ সময় এক ছিন্নমূল কিশোর এগিয়ে এসে শিলাকে জড়িয়ে ধরে; তাকে বুকে স্থান দেন এই অভিনেত্রী। এরপর নায়িকাকে চুমুও খান ওই কিশোর।
সোমবার (২২ মে) নিজের ফেসবুকে এমন একটি ভিডিও শেয়ার করে শিলা ক্যাপশন জুড়েছেন, ‘এ কেমন ভালোবাসা?’ যে ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল, নানা প্রতিক্রিয়ায় ফেসবুক সরগরম হয়ে উঠেছে।
ভিডিওতে দেখা গেছে শিরিন শিলাকে ওই কিশোর বলেছেন, আমি আপনার সঙ্গে যাবো। আমি পড়াশোনা করব। বলেই আবার জড়িয়ে ধরে। পরে ওই আবার বলে আমি কোনোদিন এসব গাড়িতে উঠি নাই। আমাকে ওঠাবেন। একই সঙ্গে বলে আমি আপনার সাথে খাব, এই বলে আবার ঝড়িয়ে ধরে শেষ দিকে কিশোর শিরিন শিলার গালে চুম্বন দেয়।