দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৭৩৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৭৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫২০। আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৪০ হাজার ৬৪৩ দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪টি পরীক্ষাগারে ১২ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৪৮০টি নমুনা। গত একদিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৩০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ৬ জন। তাদের ২৮ জন হাসপাতালে এবং ৩ জন বাড়িতে মারা গেছেন। মৃতদের ২১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৭ জনের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জনের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। মৃতদের ১৮ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন করে মোট ৬ জন রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের এবং ১ জন করে মোট ২ জন খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৭৩৩ জন। তাদের মধ্যে ৩ হাজার ৬৮৬ জনই পুরুষ এবং ১ হাজার ৪৭ জন নারী।
সুত্রঃ যুগান্তর।