আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৮ টায় ফেরদৌস খান পরিচালিত ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর ট্রেলার এর শুভ উদ্ভোধন।
জুম অনলাইনে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত থাকবেন সংস্কৃত বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ, এবং একই মন্ত্রনালয়ের সচিব মোঃ বদরুল আরেফীন । আরো থাকবেন তথ্য সচিব জনাব কামরুন নাহার, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, ড. বাঁধন সেনগুপ্ত, কবি পুত্রবধু কল্যানী কাজী, কবি নাতনী খিলখিল কাজী ও অনিন্দিতা কাজী। যুক্ত হবেন ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোস্তাফিজুর রহমান এবং পশ্চিমবঙ্গ আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সাধন চক্রবর্তী । এছাড়া বাংলাদেশ, ভারত সহ অন্যান্য দেশ থেকে নজরুল গবেষক শিল্পী তথা নজরুল ভক্ত- প্রেমিকরা যোগ দেবেন।
উল্লেখ্য ঢাকাস্থ নজরুল সেন্টারের ব্যানারে গত দুই বছরের চেষ্টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্মের উপর ভিত্তি করে একটি পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছে। ১ ঘন্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড ব্যপ্তিকালের এই তথ্যচিত্রটি এখন প্রদর্শণীর জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই পর্যায়ে ট্রেলার লঞ্চিংয়ের মাধ্যমে করোনা পরিস্থিতির আর একটু উন্নতি হলেই প্রথমে ঢাকা ও তারপর কলকাতাতে বড় কোনও সিনিপ্লেক্স এ প্রিমিয়ার শো করার মধ্য দিয়ে প্রদর্শনী শুরু হবে।
জুম মাধ্যমে পরিচালিত এই আয়োজনে নজরুল সেন্টারের পক্ষ থেকে সবাইকে যোগ দেয়ার জন্য অনুরোধ ক্রা হয়েছে।
নির্ধারিত সময়ের একটু আগেই Zoom ID 2708202020 ব্যবহার করে যুক্ত হওয়া যাবে ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর ট্রেলার এর শুভ উদ্ভোধন অনুষ্ঠানে। কোন পাসওয়ার্ডের প্রয়োজন হবে না।