আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত অক্টোবর ২৭, ২০২০ ইং তারিখে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারন সম্পাদক জনাব মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদকে (মিয়া মাসুদ) কোন কারন দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ শ্রম আইনের ২৬ ধারা প্রয়োগ করে চাকুরীচুত্য করা হয়। উক্ত ঘটনার প্রতিবাদে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের সদস্যরা গত অক্টোবর ২৮, ২০২০ ইং তারিখে গ্রামীণফোন এর প্রধান কার্যালয়ের সামনে এবং অক্টোবর ২৯, ২০২০ ইং তারিখে শ্রম ভবন এর সামনে মানববন্ধন করেন। এরপর গত নভেম্বর ০১, ২০২০ ইং তারিখে জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে সংবাদ কর্মীদের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরে। উল্লেখ্য, করোনা মহামারীর সময়ে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান যখন দিশেহারা, তখন কর্মীদের নিরলস প্রচেষ্টায় গ্রামীণফোনের ব্যবসায়িক অগ্রযাত্রা অব্যাহত থাকে। কিš‘ অত্যন্ত পরিতাপের বিষয়, কর্মীরা যখন ঘরে অব¯’ান করেও কোম্পানীর কার্যক্রম সুচারুরূপে চালিয়ে যা”িছল, তখন দাপ্তরিক কার্যালয় সমূহ খালি থাকার সুযোগে দেশের প্রচলিত আইন ভঙ্গ করে টেকনোলজি বিভাগের একটি অংশের কাজ ্ধসঢ়;আউটসোর্স করে এবং ৩ টি গ্রাহকসেবা কেন্দ্র বাদে কেম্পানীর নিজেস্ব সকল গ্রামীণফোন সেন্টার বন্ধ করে দেয়। এর ফলে গ্রামীণফোনের প্রায় ২০০ কর্মী কর্মহীন হয়ে পড়ে এবং গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে তাদের কাজ ফিরিরে দেয়া বা অন্য কাজে পদায়নের দাবী করা হয়। অপরদিকে, কোম্পানীর পক্ষ থেকে তাদেরকে চাকুরী ছেড়ে দেয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। এমতাব¯’ায়, গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন তার অব¯’ানে অনড় থাকলে উহার সাধারন সম্পাদক মিয়া মাসুদ গ্রামীণফোন ম্যানেজমেন্টর টার্গেটে পরিনত হন। গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে নভেম্বর ০১, ২০২০ ইং তারিখের মধ্যে পুনর্বহালের জন্য দাবী করা হয়। কিš‘ উক্ত সময়সীমা অতিক্রান্ত হলেও ম্যানেজমেন্টর পক্ষ থেকে কোন সাড়া পাওয়া না যাওয়ায়, গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের সদস্যদের অনুরোধে অদ্য নভেম্বর ০২, ২০২০ ইং তারিখে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ন অব¯’ান কর্মসূচী ঘোষনা করে। উক্ত কর্মসূচী ঘোষনার পর, গ্রামীণফোন ব্যব¯’াপনা কর্তৃপক্ষ নভেম্বর ০১, ২০২০ ইং তারিখ, রবিবার, রিষষ নব ধষষড়বিফ ঁহঃরষ ভঁৎঃযবৎ হড়ঃরপব”। যেই সময়ে ও পরি¯ি’তিতে ই-মেইল দেয়া হয়েছে এবং ই-মেইলে যে বক্তব্য উদ্বৃত হয়েছে তা বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতার পরিপš’ী বলে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন মনে করে। গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন উক্ত ই-মেইলের তীব্র প্রতিবাদ জানা”েছ এবং একই সাথে গ্রামীণফোন কর্তৃপক্ষকে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হবার অনুরোধ জানা”েছ। উল্লেখ্য, উক্ত ই-মেইলের বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট শ্রম দপ্তরকে অবহিত করা হয়েছে।