বিশ্বব্যপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে পরিচিত উহানে ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। আর তারই ধারাবাহিকতায় এ মাসের শুরু থেকে খুলে দেয়া হয়েছে উহান ওপেনের ভেন্যুউহান টেনিস কোর্টটি। উহান ওপেন সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে ভেন্যুটির ছবির পাশে লেখা রয়েছে, ‘উহানে ফিরেছে টেনিস।’
পোস্টটিতে আরো বলা হয়েছে, ‘আমাদের কোর্ট ১ মে থেকে খুলে দেয়া হয়েছে। এখানে ব্যপক হারে টেনিস, সকার ও বাস্কেটবল খেলা শুরু হবে। ডব্লিউটিএ ট্যুরে শীর্ষ ৫টি টুর্নামেন্টের মধ্যে উহান ওপেন একটি। ২০১৪ সাল থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। মধ্য চীনের সবচেয়ে জনবহুল শহর হুবেই প্রদেশের রাজধানী উহান, দুইবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী লি না’র জন্মভূমি।’
২০১৯ সালের সর্বশেষ টুর্নামেন্টটি জিতেছিলেন বেলারুশের আরিয়ান সাবালেঙ্কা।
প্রথমবার করোনাভাইরাস ধরা পড়ার পর ৭০ দিনের বেশি লকডাউন করা হয়েছিল এই শহরটিকে। নতুন কোন পজিটিভ কেস না পাওয়ায় গত ৮ এপ্রিল উহান থেকে লকডাউন উঠিয়ে নেয় চীন সরকার।