ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফের সংঘর্ষ ঘটেছে বৃহত্তর ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদলের। ঢাবি প্রাঙ্গনে বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।
এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে অনেকটা সরব ছিলেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ছাত্রদলের নেতাকর্মীদের হাতে রড, স্ট্যাম্প, পাইপ নিয়ে মিছিলে অংশগ্রহন করে বলে দাবি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের।
ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মতিঝিল হয়ে ক্যাম্পাস প্রাঙ্গনে প্রবেশ করেন এবং ছাত্রলীগের বাঁধার সম্মুখীন হন তারা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছোঁড়া হয় ইট পাটকেল।
সংঘর্ষে এসএম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি সংগঠনটির নেতাকর্মীদের।
এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন ছাত্রদলের এমন আচরন গুন্ডার সামিল।