বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে। তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক হিসাবের সব ধরনের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ব্যাংকগুলোকেও ওই দুই পরিবারের সদস্যদের জন্য লকার সুবিধা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিএফআইইউ এই নির্দেশনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠায়। তাদের হিসাবের হালনাগাদ তথ্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউ-এ জমা দিতে বলা হয়েছে। প্রয়োজন হলে লেনদেন স্থগিতের মেয়াদ বাড়ানো হতে পারে।
এর আগে, আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ মোট ১৩ জনের ব্যাংক হিসাব জব্দের জন্য নির্দেশ দিয়েছিল বিএফআইইউ। তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে। ১৯ আগস্ট এই নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পাঠানো হয়।
জব্দ হওয়া ব্যাংক হিসাবের তালিকায় আরও আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মেয়ে সিন্থিয়া মালেক, ছেলে রাহাত মালেক, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও তার স্ত্রী মাহমুদা আলী সিকদার, ডা. দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ ও বড় ভাই ড. জে আর ওয়াদুদ টিপু, ডা. তাইমুর নাওয়াজ, শেখ হেলাল উদ্দিনের ছেলে ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহান।