গত বুধবার (৩০ আগস্ট) পুরান ঢাকার সাতরওজায় অবস্থিত খানকাহ আবুল উলাইয়া দরবার হলে আঞ্জুমানে মুহিব্বিনে আহলে বাইত (রা:) এর উদ্যোগে ইমাম হাসান (রা:) এর খিলাফত ও শাহাদাত বিষয় আলোচনা ও রচনা প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দ শাহ মোহাম্মদ আওসাফ এলাহী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: নুরুল আবছার তৈয়বী, সৈয়দ শাহ মুহাম্মদ এরাফ, সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস ও মো: নাজিমউদ্দিন আহমদ।
বক্তরা বলেন, ইমাম হাসান (আ.) তৃতীয় হিজরীর ১৫ই রমজান মদিনায় জন্মগ্রহণ করেন। ৭ বছর পর্যন্ত স্বীয় নানা হযরত মুহাম্মাদ (স.) এর সান্নিধ্য লাভের পর পিতা হযরত আলী (রাঃ) সাথে ছিলেন প্রায় ৩০ বছর। তিনি আমিরুল মু’মিনীন (আ.) এর শাহাদাতের পর ১০ বছর যাবত ইমামতের দায়িত্ব পালন করেন এবং তারপর ছয় মাস খেলাফতে দায়িত্ব পালন করেন। তিনি খোলাফায়ে রাশেদিনের পঞ্চম খলিফা ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ধার্মিক বিষয়ে রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।