সুপ্রিম কোর্ট বারে তালিকাভুক্তির সাল বিবেচনা করে আবেদনকারী আইনজীবীদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিনা সুদে ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ওয়েব সাইট থেকে এমন তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে পারমিশন (তালিকাভুক্তির তারিখ) অনুযায়ী ঋণ পাবেন আইনজীবীরা। যেসব আইনজীবী ২০১৪ সাল থেকে ২০১৯ এর মধ্যে পারমিশন নিয়েছেন তারা পাবেন ৩০ হাজার টাকা করে ঋণ। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত যারা বারের মেম্বারশিপ পেয়েছেন তারা পাবেন ৪০ হাজার টাকা করে। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত যারা বারের মেম্বারশিপ পেয়েছেন তারা পাবেন ৫০ হাজার হাজার টাকা করে। ২০০০ সাল এবং তার আগের মেম্বারশিপ পাওয়া আইনজীবীরা পাবেন ৭৫০০০ টাকা করে বিনা সুদে ঋণ।
এই ঋণ ব্যাংকের চেকের মাধ্যমে দেওয়া হবে। নগদ কোনো টাকা দেওয়া হবে না বলে বারের নোটিশে জানানো হয়েছে। নোটিশে সাক্ষর করেছেন বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।
এতে আরও জানানো হয়, পাঁচ ধাপে ঋণ দেওয়া হবে। ২০২০ সালের ডিসেম্বর থেকে ঋণ কাউন্ট হবে। পরিশোধ করতে হবে ২০২২ সালের ডিসেম্বরে। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে প্রায় ৩ হাজার আইনজীবী ঋণ পেতে আবেদন করেছেন সুপ্রিম কোর্ট বারের নিকট।
আইনজীবী সমিতির সুপারিন্টেন্ডেন্ট নিমেশ চন্দ্র দাশ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নিজেদের সদস্যদের ঋণ দেয়ার জন্য সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গত ১৫ এপ্রিল এ সিদ্ধান্ত নেয়া হয়। আবেদনের সময়সীমা ছিল ২৫ এপ্রিল পর্যন্ত।