“বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী” উপলক্ষে ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) ব্যব¯’াপনায় জেলা ভিত্তিক রাগবি প্রশিক্ষক প্রশিক্ষন কোর্স।
বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে ”ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ” এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর ব্যব¯’াপনায় ৩১টি জেলার প্রশিক্ষকদের নিয়ে প্রশিক্ষক প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষকদের চারটি দলে ভাগ করে (১.ফাইটার্স রাগবি ক্লাব ২.রাইডারর্স রাগবি ক্লাব ৩.বঙ্গদল ক্লাব ৪. টাইগার্রস কøাব) সেভেন সাইড ও ফিফটিং সাইড প্রযোগিতায় মধ্যে দিয়ে কোর্সটি শেষ হয়। ২৭-২৯ অক্টোবর তিন দিন ব্যাপি কোর্সটি অনুষ্ঠিত হ”েছ। প্রশিক্ষক প্রশিক্ষন কোর্সে প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম উপ¯ি’ত থেকে প্রশিক্ষনর্থীদের মাঝে সার্টিফিকেট, মাস্ক ও বল প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারন সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারন সম্পাদক ও কোর্স কো-অর্ডিনেটর সাঈদ আহমেদ এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর পক্ষ থেকে ৩১টি জেলার প্রশিক্ষকদের ১০০ করে মাস্ক প্রদান করা হয়। এই ৩১টি জেলার প্রশিক্ষকেরা নিজ দায়িত্বে মাস্ক বিতরন কর্মসূচী আয়োজন করবে। প্রশিক্ষক প্রশিক্ষন কোর্সটি পরিচালনা করেন ওয়ার্ল্ড রাগবি এডুকেটর মাহফিজুল ইসলাম কাঞ্চন, লেভেল-২ রাগবি কোচ নাজমুস সাকিব শোভন, সহযোগীতায় ঃ কোচ ওয়াস্তি আফজাল ও এস.এইচ আদ্রা।