রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫

মোনাশ কলেজ ডিপ্লোমায় ইউসিবি শিক্ষার্থীদের বিশ্বসেরা সাফল্য

পাঠক প্রিয়

সর্বশেষ মোনাশ কলেজ ডিপ্লোমা পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। বিশ্বজুড়ে মোনাশের ৩০টি অংশীদারের মধ্যে ইউসিবি-ই একমাত্র প্রতিষ্ঠান, যার শিক্ষার্থীরা এই অনন্য ফলাফল নিশ্চিত করেছে।

ঢাকার গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে গত ২৩ জুন চলতি বছরের দ্বিতীয় এমসিডি (মোনাশ কলেজ ডিপ্লোমা) ইনটেক শুরু হয়েছে। বাংলাদেশে ইউসিবি’র তত্ত্বাবধানে পরিচালিত এমসিডি প্রোগ্রামটির মোনাশ ইউনিভার্সিটি ডিগ্রি প্রোগ্রামের প্রথম বর্ষ সমমানের স্বীকৃতি রয়েছে; তাই, ইউসিবি থেকে সফলভাবে এমসিডি সম্পন্ন করা প্রতিটি শিক্ষার্থী তাদের পছন্দের মোনাশ ডিগ্রিতে সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

মেলবোর্ন থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার সিইও জো মিথেন বলেন, “সর্বশেষ সেমিস্টার পরীক্ষায় ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের সকলের সম্মিলিত অর্জনের জন্য আমি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মীদের অভিনন্দন জানাই। আমাদের শিক্ষক ও কর্মীদের সঠিক অ্যাকাডেমিক দিকনির্দেশনা শিক্ষার্থীদের এমন অসাধারণ সাফল্য অর্জনে ভূমিকা রেখেছে। এর মাধ্যমে আসন্ন অ্যাকাডেমিক যাত্রার জন্য শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতিও নিশ্চিত হয়েছে। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল, আশা করছি ইউসিবি একই রকম সাফল্য অর্জনের ধারাবাহিকতা বজায় রাখবে”।

ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, “ইউসিবি শিক্ষার্থীদের এই অসামান্য ফলাফলে আমরা উচ্ছ্বসিত। সংশ্লিষ্ট সকলের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেয়ায় জো মিথেনের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমাদের অনেক শিক্ষার্থী জাতীয় পাঠ্যক্রম-নির্ভর বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন, আর তারাও অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের চেয়ে ভালো ফলাফল অর্জন করেছেন, যা এই অর্জনের বিশেষত্ব বাড়িয়ে দিয়েছে। আমাদের শতভাগ পাসের হার এটিই প্রমাণ করে যে সেরা মানের আন্তর্জাতিক প্রোগ্রামে ভর্তির সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ঢাকায় বসেই বিশ্বমানের শিক্ষা অর্জন নিশ্চিত করছে ইউসিবি”।

ইউসিবি’র ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, “আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা শিক্ষার্থীদের সঠিক রূপান্তরের মাধ্যমে তাদের ভেতরে বিশ্ববাজারে সফল হওয়ার জন্য উপযোগী কার্যদক্ষতা গড়ে তোলে। আন্তর্জাতিক উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর প্রশ্নে রীতিমতো সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে ইউসিবি। এই উদ্দেশ্য সাধনে আমরা কতটুকু নিবেদিত রয়েছি, সর্বশেষ এমসিডি’তে আমাদের সাফল্যই তার প্রমাণ দেয়”।

প্রতিটি মোনাশ কলেজ ডিপ্লোমা ও মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার ইনটেকের আগে বিশেষ অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে থাকে ইউসিবি। আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা এই প্রোগ্রামে অংশ নিয়ে প্রোগ্রাম সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) দেশের শিক্ষা মন্ত্রণালয়-অনুমোদিত দেশের প্রথম আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। এইচএসসি/ও/এএস/এ লেভেল সম্পন্ন করা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় বসেই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং’য়ে ২০২৪-এ ৪২তম স্থান অধিকার করা মোনাশ ইউনিভার্সিটি’র মতো বিশ্বমানের প্রতিষ্ঠানে ও আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নেয়ার সুযোগ তৈরি করছে ইউসিবি।

সর্বশেষ সংবাদ

জাতীয় ঐকমত্য কমিশন গঠনের ঘোষণা

দেশে চলমান সংস্কার উদ্যোগের অংশ হিসেবে একটি জাতীয় ঐকমত্য কমিশন প্রতিষ্ঠার অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক...

কার্যকর সংসদই জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে: তারেক

জাতীয় ঐক্য সুসংহত করতে কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদই জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে...

এসটিএস গ্রুপের জন্য কো-ব্র্যান্ডেড লংকাবাংলা ক্রেডিট কার্ড

লংকাবাংলা ফাইন্যান্সপি এলসি, এসটিএস ক্যাপিটাল লিমিটেড (এসটিএসগ্রুপ) ও মাস্টারকার্ডের সহযোগিতায় সম্প্রতি একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। এসটিএস গ্রুপের কর্মী, শিক্ষক এবং...

বৈষম্য নিরসনে অর্থব্যবস্থার ৮ দফা সংস্কার প্রস্তাবনা

অর্থনৈতিক বৈষম্য নিরসনে সংস্কার কমিশন গঠন, সংবিধানে সামাজিক মালিকানার স্বীকৃতি ও অর্থব্যবস্থার ৮ দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করেছে ফোরাম...

শেখ হাসিনা পালায় না !!!

জনরোষের মুখে শুধু পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও মন্ত্রীরা। তারা বলছেন, তিনি...

জনপ্রিয় সংবাদ

সিভি এবং চাকুরী আবেদনের কিছু প্রয়োজনীয় টিপস

মানবসম্পদ বিভাগে কাজ করার বদৌলতে প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখে পরতে হয়। যার অধিকাংশই আসে সিভিকে কেন্দ্র করে। আমি সিরিজ আকারে সিভি এবং ক্যারিয়ার...

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে তুরাগ থানা ছাত্রলীগ

তুরাগ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান জানায়, গত ১১-০৮-২০২০ তারিখে ’আমার প্রাণের বাংলাদেশ’ নামক পত্রিকার অনলাইন সংস্করণে ‘রাজধানীর উত্তরা যুবলীগ নেতা নাজমুল হাসান...

 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে নিয়োগ জোরদার করলো মেটলাইফ বাংলাদেশ

ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে মেটলাইফ বাংলাদেশে। অনন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম আগ্রহী প্রার্থীদেরকে বাসা থেকেই ওয়েবসাইটের মাধ্যমে...

২৩ কোটি বছরের পুরনো হিরকখণ্ড উদ্ধার!

দেখতে কি সুন্দর হিরকখণ্ডটি । শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ...
Verified by MonsterInsights