ভারতের সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং উপমহাদেশের বরেণ্য রাজনীতিক প্রণব মুখার্জি এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সোমবার (৩১ আগস্ট, ২০২০) বিকেলে ভারতের নয়াদিল্লীর আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় শেষ নি:শ^াস ত্যাগ করেন ভারতের খেতাব প্রাপ্ত প্রখ্যাত রাজনীতিবিদ প্রণব মুখার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বেরোবি ভাইস-চ্যান্সেলর এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্তার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।