বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫

বেসিক ব্যাংকে খেলাপি ঋণ ও দায় ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

পাঠক প্রিয়

খেলাপি ঋণ আদায় প্রক্রিয়াকে গতিশীল করার লক্ষ্যে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ‘খেলাপি ঋণ ও দায় ব্যবস্থাপনা’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ মতিঝিলে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপি এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড. নাহিদ হোসেন, ড. মোঃ আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), মোঃ এম. লতিফ ভূঞা এবং মোঃ রফিকুল ইসলাম। ব্যাংকের খেলাপি ঋণ আদায় ও ঝুঁকি কমানো, আমানত সংগ্রহ, এসএমই ঋণ বিতরণ এবং উন্নত গ্রাহকসেবা বিষয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মোঃ হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মোঃ গোলাম সাঈদ খান, মোঃ সাইদুর রহমান সোহেল, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইফতেখার আহমেদ, এবং বিশেষতঃ খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের অভ্যন্তরে নবগঠিত টাস্কফোর্সের প্রধানগণ উপস্থিত ছিলেন।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে, ব্যাংকের খেলাপি আদায় কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং ঋণ আদায়ে ব্যাংকের অভ্যন্তরে নবগঠিত ৩০টি টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি নিয়ন্ত্রণকারী কর্তৃক্ষের যথাযথ নির্দেশনা অনুসরণ করে সম্ভাব্য খেলাপি গ্রাহকদের সাথে ফলপ্রসূ আলোচনা করে এবং আইনী প্রক্রিয়াকে গতিশীল করার মাধ্যমে ঋণ আদায়ের পরামর্শ দেন। জনাব চৌধুরী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নির্দেশনা যথাযথভাবে পরিপালন ও কর্মক্ষেত্রে নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি কর্মকর্তাদেরকে মনোভাব পরিবর্তন করে সর্বোচ্চ গ্রাহকসেবার মাধ্যমে ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির আহবান জানান।
ড. নাহিদ হোসেন খেলাপি ঋণ সংক্রান্ত আইনী বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেন। এছাড়া তিনি সুদ ও বিনিময় হার বিষয়ে বিভিন্ন ম্যাট্রিক্স ব্যাখ্যা করে, খেলাপি ঋণের বৃদ্ধি ও এর প্রতিকার বিষয়ে এর প্রভাব তুলে ধরেন। ড. মোঃ আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা) সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তায় খেলাপিদের চিহ্নিত করে তাদের কাছ থেকে ঋণ আদায়ের আহবান জানান। একইসঙ্গে তিনি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার পরামর্শ দেন। মোঃ এম. লতিফ ভূঞা তাঁর বক্তব্যে ঋণ আদায়ে পদক্ষেপ গ্রহন, টাস্ক ফোর্স সদস্যদের দায়িত্ব পালন, মামলাগুলোর দ্রুত নিস্পত্তির ব্যবস্থা করা, স্বল্প সুদের আমানত সংগ্রহ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্দেশনা পরিপালন এবং কেওয়াইসি এর উপর আলোকপাত করেন। মোঃ রফিকুল ইসলাম বলেন, শ্রেণীকৃত ঋণ আদায়ে জোর প্রচেষ্টা চালাতে হবে। এছাড়া তিনি সরকারি, বেসরকারি, ব্যক্তিগত ও সাধারন গ্রাহক পর্যায়ে উন্নত সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পরামর্শ দেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান সবাইকে ব্যাংকের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরনে দূরদর্শী উদ্যোগ নিয়ে কাজ করার আহবান জানান। এছাড়া তিনি টাস্ক ফোর্সের কার্যক্রমকে সফল করার জন্য এর কর্মপদ্ধতির বিস্তারিত তুলে ধরেন।
এছাড়া সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, সঠিকভাবে ঋণ গ্রাহক নির্বাচন ও মানসম্মত জামানত গ্রহণ করতে পারলে ঋণের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এজন্য সতর্কতার সাথে ও যাচাই-বাছাই করে নতুন ঋণ বিতরণ করতে হবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস (বিসিআর) এর যাত্রা শুরু

মার্কিন যুক্তরাষ্ট্র- বাংলাদেশ সম্পর্ক ইস্যুতে আরও কিভাবে শক্তিশালী সম্পর্ক স্থাপনের পাশাপাশি উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে কাজ করা...

ইহলৌকিক ও পারলৌকিক জীবনে রোজা

মোঃ সহিদুল ইসলাম: ইসলামের মূল ভিত্তি পাঁচটি। পাঁচটি ভিত্তির একটি হলো রোজা। এটি মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো...

যমুনা ব্যাংক এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ কর্মসূচী

সাম্প্রতিক যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ-২০২৫ কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী জেলার একটি অভিজাত হোটেলে শিক্ষার্থী, এসএমই এবং নারী উদ্যোক্তাদের নিয়ে একটি...

স্বাধীনতা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...

আনন্দময় ঈদ উৎসব

মোঃ সহিদুল ইসলাম: ঈদ আরবি শব্দ। যার অর্থ খুশি, আনন্দ, অনুষ্ঠান, উৎসব, পর্ব ইত্যাদি। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে...

জনপ্রিয় সংবাদ

সিভি এবং চাকুরী আবেদনের কিছু প্রয়োজনীয় টিপস

মানবসম্পদ বিভাগে কাজ করার বদৌলতে প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখে পরতে হয়। যার অধিকাংশই আসে সিভিকে কেন্দ্র করে। আমি সিরিজ আকারে সিভি এবং ক্যারিয়ার...

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে তুরাগ থানা ছাত্রলীগ

তুরাগ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান জানায়, গত ১১-০৮-২০২০ তারিখে ’আমার প্রাণের বাংলাদেশ’ নামক পত্রিকার অনলাইন সংস্করণে ‘রাজধানীর উত্তরা যুবলীগ নেতা নাজমুল হাসান...

 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে নিয়োগ জোরদার করলো মেটলাইফ বাংলাদেশ

ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে মেটলাইফ বাংলাদেশে। অনন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম আগ্রহী প্রার্থীদেরকে বাসা থেকেই ওয়েবসাইটের মাধ্যমে...

২৩ কোটি বছরের পুরনো হিরকখণ্ড উদ্ধার!

দেখতে কি সুন্দর হিরকখণ্ডটি । শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ...
Verified by MonsterInsights