অন্তর্বর্তীকালীন সরকার দেশের আর্থিক খাত পুনর্গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের রদবদল করেছে। গত তিন বছরেরও বেশি সময় ধরে একই বিভাগে কাজ করা ২২ জন অতিরিক্ত পরিচালক এবং ৬৩ জন যুগ্ম পরিচালকসহ মোট ৮৫ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ দুটি অভ্যন্তরীণ চিঠির মাধ্যমে এই বদলি কার্যক্রম সম্পন্ন করে। ব্যাংকের কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে একই বিভাগে থাকার প্রচলিত নিয়ম ভেঙে, নতুন গভর্নর পদ গ্রহণের পর থেকে এই পরিবর্তন আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও কর্মকর্তাদেরও বদলি করার পরিকল্পনা রয়েছে।
বদলির মধ্যে উল্লেখযোগ্য হলো, ফিরোজ মাহমুদ ইসলামকে ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ স্থানান্তর করা হয়েছে। এছাড়া, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের রাশিদা খানমকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং অন্যান্য বিভাগে আরো কিছু কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে, ২০০০ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১২তম সভায় বদলি নীতিমালা অনুমোদিত হয়েছিল, যেখানে পরিদর্শন বিভাগে পাঁচ বছর এবং অন্যান্য বিভাগে তিন বছর পর পর বদলি করার সিদ্ধান্ত নেয়া হয়।