কয়েক দিন ধরেই চোটে ভুগছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রোববারও (১১ জুন) চোটের কারণে অস্বস্তি নিয়ে অনুশীলন করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। তবে আশাবাদী বিসিবি।
আফগানদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে ১৪ জুন। এ ম্যাচের আগে সিদ্ধান্ত নেয়া হবে, তামিম খেলতে পারবেন কি না।
তামিমের চোটের ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘এখনও কিছুটা সময় আছে হাতে, হয়তো ব্যথা কমেও যেতে পারে। আর অনুশীলন না করলে চোট সম্পর্কে ধারণা পাওয়া যাবে না। তাই অস্বস্তি নিয়ে অনুশীলন করার মাধ্যমে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
গত বছর কুঁচকির চোটের কারণে ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারেননি তামিম। সামনে টাইগারদের ব্যস্ত ক্রিকেটসূচি। সব মিলিয়ে ওয়ানডে অধিনায়কের পিঠের চোট নিয়ে অস্বস্তিতে টাইগার টিম ম্যানেজমেন্ট। পিঠের পুরোনো ব্যথা নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তামিম। এবার আফগানিস্তানের টেস্ট শুরুর আগে ফের ব্যথায় ভুগছেন তিনি।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।
–