ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশন Love Share BD-US এর আর্থিক সহায়তায় ২৭ এপ্রিল ২০২৪ তারিখ শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত ০৯ টি পরিবারকে ৪,৫০,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মসচিব ও ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব মুহাম্মদ আবদুল হামিদ জমাদ্দার। ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য এবং সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ হারুন অর রশিদ ( ব্যবস্থাপনা পরিচালক, সাধারণ বীমা কর্পোরেশন) এর সভাপতিত্বে Love Share BD-US এর পক্ষে আলোচনা করেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আক্কাস শিকদার। সবশেষে নিহতের রুহের মাগফিরাত এবং সকল নাগরিকের নিরাপদ জীবন কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডি আই জি জনাব মোঃ আতিকুর রহমান মিয়া, কোষাধ্যক্ষ ও উপ কর কমিশনার জনাব মোঃ আল আমিন।