লংকাবাংলা ফাইন্যান্সপি এলসি, এসটিএস ক্যাপিটাল লিমিটেড (এসটিএসগ্রুপ) ও মাস্টারকার্ডের সহযোগিতায় সম্প্রতি একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। এসটিএস গ্রুপের কর্মী, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকরা কো-ব্র্যান্ডেড এ ক্রেডিট কার্ডের বিশেষ সুবিধা উপভোগ করবেন।
এসটিএস গ্রুপের প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে ইউনিভার্সালকলেজ বাংলাদেশ (ইউসিবি), ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি), গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলএবং এসটিএস গ্রুপ। সম্প্রতি রাজধানীর গুলশানে এসটিএসগ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) ক্যাম্পাসে কার্ড উন্মোচন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিতহয়।
লংকাবাংলা এসটিএস কো-ব্র্যান্ডেড টাইটানিয়াম কার্ড ব্যবহারে স্বল্প খরচেই এমআই-তে টিউশন ফি প্রদান করতে পারবেন অভিভাবকেরা। এর পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য প্রথম দুই বছর কোনো বার্ষিক ফি থাকবেনা এবংতৃতীয় বছর থেকে ন্যূনতম ১২টি লেনদেন করা সাপেক্ষে বার্ষিক ফি মওকুফ করা হবে।