শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

শোষণতন্ত্র বিলুপ্ত করে বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ গড়তে হবে : বিএইচপি

পাঠক প্রিয়

বিশেষ প্রতিবেদক : শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন আজ ১ মে। ১৮৮৬ সালের এ দিনে, যুক্তরাষ্ট্রে শিকাগোর হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ হারান ১১ জন শ্রমিক। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়। এই ঘটনা স্মরণে, নানা আয়োজনে প্রতি বছর পালন হয়ে আসছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।

পিতা মালিক হওয়ার সুবাদে পুত্রও মালিক হচ্ছে। পিতা চাকর হওয়ার সুবাদে পুত্রও চাকর হচ্ছে। আবহমানকাল ধরে চলে আসছে এই ধারাবাহিকতা। এখানে মেধা, জ্ঞান, সাম্য ও অধিকারের কোনো মূল্যায়ন নেই। এই প্রথা গণতান্ত্রিক নয়, শোষণতান্ত্রিক। এই অশুভ ব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে হবে। শোষণতান্ত্রিক ব্যবসা পরিবর্তন করে শোষনমুক্ত গণতান্ত্রিক ব্যবসার প্রচলন করতে হবে। বেকার তৈরি শিক্ষার পরিবর্তন করে কর্মভিত্তিক শিক্ষা বাস্তবায়ন করতে হবে। ২০২৩ সালের মহান মে দিবসে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির এটাই প্রত্যাশা।
মহান মে দিবসের আলোচনায় সকালে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব ড. সুফি সাগর সামস্ এসব কথা বলেন। সভাপতিত্ব করেন, প্রেসিডিয়াম সদস্য দেওয়ান শামসুল আবেদীন।
তিনি আরো বলেন, কর্ম এবং শিক্ষা হলো, মানব জীবনের মূল ভিত্তি। শিক্ষা ও কর্মহীন জীবন যেমন অভিশপ্ত, তেমনি শিক্ষিত বেকার জীবন আরও বেশি অভিশপ্ত। শিক্ষিত বেকার জনগোষ্ঠী রাষ্ট্রের জন্য মারাত্মক ঝুকিপূর্ণ এবং বিপজ্জনক। বেকারত্বের কারণে শিক্ষার ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রাহ কমে যাচ্ছে। প্রতি বছর ৩০ লাখ শিক্ষিত বেকার সৃষ্টি হচ্ছে। বেকারত্ব বেড়ে যাওয়া অর্থনীতি এবং সমাজের জন্য অশনি সংকেত। ভবিষ্যতে শিক্ষিত বেকার জনগোষ্ঠী একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে।
২০১৮ সালে স্মরণকালের “নিরাপদ সড়ক” আন্দোলন হয়। আন্দোলনকারীদের চাপের মুখে নিরাপদ সড়কের জন্য সরকার বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে। কিন্তু সড়ক নিরাপদ হয়নি। এর মূলে হল, পরিবহণ কর্মীদের বেতন কাঠামো না থাকা ও শিক্ষার অভাব। সড়ক পরিবহনের কর্মীরা শিক্ষা থেকে বঞ্চিত। তাদেরকে কর্ম ও শিক্ষার আওতায় আনতে হবে। তারা এক শিফটে গাড়ি চালাবেন এবং অন্য শিফটে ট্রাফিক আইন, গাড়ি চালনায় ড্রাইভারকে সাহায্যকরণ, ভাড়া আদায়ের আচরণ বিধি শিক্ষা, গাড়ির ড্রাইভিং শিক্ষা, গাড়ির চাকা, বডি ইত্যাদি মেরামত, স্থাপন এবং গাড়ির ইঞ্জিনের ওপর বেসিকশিক্ষা গ্রহণ করবেন। এই শিক্ষিত পরিবহন কর্মীদের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে উঠবে ইনশাল্লাহ। এজন্য বাস টার্মিনালসমূহে মাল্টিস্টোর ভবন তৈরি করে সেখানে “সড়ক পরিবহন একাডেমী” স্থাপন করতে হবে। এই একাডেমী থেকে পরিবহন কর্মীদের বেসিক শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং এই একাডেমীর মাধ্যমে পরিবহন সেক্টর পরিচালনা করতে হবে।
সুফি সামস্ বলেন, তরুণ-তরুণীরাই জাতির ভবিষ্যৎ এবং জাতির প্রধান সম্পদ। তরুণদের উন্নয়ন মানে জাতির উন্নয়ন। জাতির ভবিষ্যৎ এই তরুণ জনগোষ্ঠী শিক্ষা শেষে শ্রম বাজারে এসে বড় ধরনের একটি হোঁচট খায়। শ্রম বাজারে চাকুরী পেতে হলে দুই-তিন বছরের অভিজ্ঞতার দরকার হয়। শিক্ষার্থীরা তো নির্ধারিত সায়েন্স, আর্টস কিংবা কমার্স বিষয় নিয়ে পড়ালেখা করেন, অভিজ্ঞতার শর্ত তারা কীভাবে পূরণ করবেন? এছাড়া বর্তমান শিক্ষাব্যবস্থা সনদসর্বস্ব হয়ে পড়েছে। শিক্ষার গুণগত মান ভীষণভাবে নেমে গেছে এবং আরও নেমে যাচ্ছে।
মাস্টার্স পাশ করা ২৬ বছর বয়সি একজন যুবককে ১০ থেকে ১২ হাজার টাকা বেতনের চাকুরীতে যোগদান করতে হয়। পড়ালেখা না জানা একজন দিনমজুরের দৈনিক মজুরী ৪০০ থেকে ৫০০ টাকা। কেউ কোনো কারখানায় ২০ বছর কাজ করলে তার বেতন হয় লক্ষ টাকা। একজন যুবক ২০ বছর পড়ালেখা করে চাকুরীতে যোগদান করলে তার বেতন হয় ১০ হাজার টাকা। এ অবস্থায় শিক্ষার্থীরা কোথায় যাবে, স্কুলে না কারখানায়?
বেকার শিক্ষিত তরুণ-তরুণীরা পরিবারের, সমাজের এবং সবার কাছে অবহেলিত। তারা পরিবারের অনেক বড় বোঝা, যা পরিবারগুলো সহ্য করতে পারছে না। রাষ্ট্র পড়ালেখা করার জন্য টাকা নিতে পারে, কিন্তু পড়ালেখা শেষ করার পর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না। অনেকেই বলেন, ভালো করে পড়ালেখা করলে, ভালো রেজাল্ট করলে, ভালো চাকুরী পাওয়া যায়। আসলে কী পাওয়া যায়? নাকি মোটা অংকের টাকা ঘুষ দিতে হয়! ভালো রেজাল্ট না করলে পাশ দেওয়া হয় কেন? এরকম বিপজ্জনক পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী? উপায় হলো, শোষনমুক্ত ব্যবসা এবং ‘কর্মভিত্তিক শিক্ষা’। শোষনমুক্ত ব্যবসার প্রচলন এবং কর্মভিত্তিক শিক্ষা চালু করা হলে বেকারত্ব স্বয়ংক্রীয়ভাবে নির্মূল হয়ে যাবে।
যেহেতু কর্মের জন্যই শিক্ষা, সেহেতু শিক্ষার বিষয় বা সিলেবাস হতে হবে “কর্মভিত্তিক”। প্রথম শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত প্রচলিত বেসিক শিক্ষা অপরিবর্তিত থাকবে। এসএসসি পর্যন্ত শিক্ষার সকল ব্যয়ভার বহন করবে সরকার। এসএসসি পাশ করার পর শিক্ষার্থীরা একইসঙ্গে চাকুরী এবং শিক্ষার জন্য ভর্তি হবেন।
একটি শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শুধু পণ্য তৈরির কাজ করবেন না; যেসব পণ্য তারা তৈরি করবেন, সেই সব পণ্য কীভাবে, কয়টি ধাপে, কি কি উপাদান ও কি পরিমাণ উপাদান দিয়ে তৈরি করা হয়, সেসব বিষয়ের ওপর শিক্ষার্থীরা বেসিক শিক্ষা গ্রহণ করবেন।
একইভাবে প্রতিষ্ঠানের ভবন তৈরি, ট্রেড লাইসেন্স করণ, উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ, বাজারজাত করণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ঋণ পরিশোধ, রাজস্ব ও ভ্যাট পরিশোধ ইত্যাদি প্রশাসনিক কর্মের পাশাপাশি এসব কর্মবিষয়ের ওপর বেসিক শিক্ষা গ্রহণ করবেন।
এজন্য শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠাকালে সেখানে কর্ম ও শিক্ষার ব্যবস্থা রাখতে হবে; যাতে শিক্ষার্থীরা এক শিফটে অফিস অথবা কারখানায় কাজ করতে পারেন এবং অপর শিফটে যেসব কর্ম তারা অফিস কিংবা কারখানায় করবেন, সেসব বিষয়ের ওপর বেসিক শিক্ষা গ্রহণ করতে পারেন। শিক্ষা শেষে এই প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীরা একইসঙ্গে শিক্ষা ও অভিজ্ঞতার সনদ গ্রহণ করবেন। এই সনদ দিয়েই তারা স্নাতকোত্তরসহ উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হবেন। এজন্য এ শিক্ষা উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত সমমানের হবে। এই কর্মভিত্তিক শিক্ষা চালু করা হলে বেকারত্ব ও দুর্নীতি স্বয়ংক্রীয়ভাবে নির্মূল হয়ে যাবে।
শিল্পকারখানার পণ্য উৎপাদনের বিষয় এবং অফিসের প্রশাসনিক কার্যক্রমের বিষয়সমূহকে সিলেবাস হিসেবে গ্রন্থ আকারে প্রকাশ করতে হবে। এই সিলেবাসই হবে কর্মভিত্তিক বেসিক শিক্ষার সিলেবাস। উচ্চশিক্ষার জন্য ২০৫০ সালের মধ্যে জলবায়ূর অভিঘাতে ঢাকাসহ বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাওয়া থেকে রক্ষা, বায়ূ দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ ও নিরাপদ খাদ্য মানুষ কীভাবে পেতে পারে, এই গবেষণামূলক শিক্ষার সিলেবাস তৈরি করে তা শিক্ষা দিতে হবে।
একইভাবে আমাদের বিভিন্নমুখী প্রাকৃতিক সুযোগ-সুবিধা, বিশাল মানবসম্পদ, কৃষিকর্মী, আবাদি-অনাবাদি কৃষি জমি, খনিজসম্পদ ইত্যাদি কীভাবে অর্থসম্পদে রূপান্তর করা যায়, সেসব গবেষণামূলক সিলেবাস সৃজন করে তা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে পাঠদান করতে হবে।
পঞ্চম শিল্পবিপ্লব দরজায় কড়া নাড়ছে। শুধু উন্নত বিশ্ব নয়, এ শিল্পবিপ্লবে বাংলাদেশের তরুণদের ভূমিকা নিতে হবে। এজন্য কম্পিউটার, ইলেকট্রনিক্স, রোবটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মহাকাশবিজ্ঞান ইত্যাদি শিক্ষায় দক্ষতা বাড়াতে হবে।
বিএইচপি মহাসচিব বলেন, শস্য উৎপাদন, পশু, মৎস্য, বন ও অন্যান্য সম্পদের ওপর দুর্যোগের ঝুঁকি হ্রাস ও ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। কৃষিশিক্ষা, উচ্চতর কৃষিশিক্ষা এবং শিক্ষার ব্যবহার্য বিষয় কৃষকদের কাছে সরাসরি পৌঁছাতে হবে। কর্মভিত্তিক শিক্ষার আওতায় কৃষকদের কৃষি বিষয়ে সরাসরি শিক্ষা দিতে হবে।
এজন্য ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কৃষিভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কৃষকরা এক শিফটে ক্ষেতে-খামারে কাজ করবেন এবং অপর শিফটে ফসল উৎপাদন ও জমিতে আধুনিক আন্তর্জাতিক মানের চাষের ওপর বেসিক শিক্ষা গ্রহণ করবেন।
এই শিক্ষিত কৃষকরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য রপ্তানীকারক দেশ হিসেবে গড়ে তুলবেন। এই শিক্ষিত কৃষিকর্মীরা অনায়াসে উন্নত রাষ্ট্রসমূহের কৃষিকর্মে চাকুরীতে যোগদান করতে পারবেন। বিনিময়ে বাংলাদেশ পাবে বিশাল অংকের বৈদেশিক মুদ্রা।
এই শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে সরকার। এভাবে দেশের সমগ্র কৃষকদের কর্ম ও শিক্ষার আওতায় আনতে হবে। এই কর্মভিত্তিক শিক্ষা বাস্তবায়ন করা হলে দেশের বেকারত্ব, দুর্নীতি ও রাজনৈতিক সংঘাত বিলুপ্ত হয়ে যাবে।
বি:দ্র: শোষনমুক্ত ব্যবসা পদ্ধতি সংবাদ সম্মেলন করে তুলে ধরা হবে বলে সুফি সামস্ জানান।
খুরশীদ আলম সরকার।

সর্বশেষ সংবাদ

এসটিএস গ্রুপের জন্য কো-ব্র্যান্ডেড লংকাবাংলা ক্রেডিট কার্ড

লংকাবাংলা ফাইন্যান্সপি এলসি, এসটিএস ক্যাপিটাল লিমিটেড (এসটিএসগ্রুপ) ও মাস্টারকার্ডের সহযোগিতায় সম্প্রতি একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু করা হয়েছে।...

বৈষম্য নিরসনে অর্থব্যবস্থার ৮ দফা সংস্কার প্রস্তাবনা

অর্থনৈতিক বৈষম্য নিরসনে সংস্কার কমিশন গঠন, সংবিধানে সামাজিক মালিকানার স্বীকৃতি ও অর্থব্যবস্থার ৮ দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করেছে ফোরাম...

শেখ হাসিনা পালায় না !!!

জনরোষের মুখে শুধু পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও মন্ত্রীরা। তারা বলছেন, তিনি...

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের করতালির মধ্যে এই সনদে...

বালা মুসিবত আমাদের হাতের কামাই: পীর ছাহেব ছারছীনা

পৃথিবীর সকল বালা মুসিবত আমাদের হাতের কামাই। মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাওয়ায় আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রকৃতিক দুর্যোগ দিয়ে সতর্ক করে...

জনপ্রিয় সংবাদ

সিভি এবং চাকুরী আবেদনের কিছু প্রয়োজনীয় টিপস

মানবসম্পদ বিভাগে কাজ করার বদৌলতে প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখে পরতে হয়। যার অধিকাংশই আসে সিভিকে কেন্দ্র করে। আমি সিরিজ আকারে সিভি এবং ক্যারিয়ার...

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে তুরাগ থানা ছাত্রলীগ

তুরাগ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান জানায়, গত ১১-০৮-২০২০ তারিখে ’আমার প্রাণের বাংলাদেশ’ নামক পত্রিকার অনলাইন সংস্করণে ‘রাজধানীর উত্তরা যুবলীগ নেতা নাজমুল হাসান...

 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে নিয়োগ জোরদার করলো মেটলাইফ বাংলাদেশ

ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে মেটলাইফ বাংলাদেশে। অনন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম আগ্রহী প্রার্থীদেরকে বাসা থেকেই ওয়েবসাইটের মাধ্যমে...

২৩ কোটি বছরের পুরনো হিরকখণ্ড উদ্ধার!

দেখতে কি সুন্দর হিরকখণ্ডটি । শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ...
Verified by MonsterInsights