স্বাধীনতা শিক্ষক পরিষদ জাতীয় কার্যকরী সংসদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহলের কল্পনা প্রস‚ত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ডাঃ দিপু মনি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর পরিবার ও তিনি এদেশের রাজনীতিতে অসমান্য অবদান রেখে চলেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ যারা এসব মিথ্যা গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।