বাংলাদেশী বংশদ্ভত মেধাবী শিক্ষার্থী ওবায়দুল্লাহ জামান নিউজিল্যান্ডের ওয়াইকাটোতে অনুষ্ঠিত রিজিওনাল সায়েন্স ও টেকনোলজি মেলায় অংশ গ্রহন করে হাজার হাজার শিক্ষার্থীর মাঝ থেকে প্রথম পুরস্কার অর্জন করেছে।
বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহনকরা এই শিক্ষার্থী বর্তমানে বাবা-মারসাথে নিউজিল্যান্ডের ওয়াইকাটোতে বসবাসকরেন। সেখানে তিনি পিচগ্রোবইন্টার মিডিয়েটস্কুলে পড়াশুনা করছেন। তার বাবা মোঃ আজাদুজ্জামান, নিউজিল্যান্ডের বিখ্যাত স্পার্ক কোম্পানির একজন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, মা হবুবা ফেরদৌসি গৃহিনী। ছেলের এই সাফল্যের জন্য তার বাবা ও মা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।