শনিবার, অক্টোবর ১২, ২০২৪

নতুন আঙ্গিকে চিরচেনা গান ‘আবার জমবে মেলা’

পাঠক প্রিয়

চলমান করোনা মাহামারিতে এক সুন্দর আগামির আশা জাগানিয়া গান নিয়ে হাজির হয়েছে জি ফাইভ গ্লোবাল। বাংলাদেশের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পীদের নিয়ে নতুন আঙ্গিকে – জি ফাইভ’র সকল প্ল্যাটফর্মে আজ ১৩ মে, ২০২০ মুক্তি পেল জনপ্রিয় লোক সঙ্গীত ‘আবার জমবে মেলা’। এ পদক্ষেপটির সহযোগী হিসেবে রয়েছে ডেটল ও নেসলে।

এ বছরের জানুয়ারিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় বৃহত্তম বৈশ্বিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভ। তখনই ঘোষণা দেয়া হয়েছিল স্থানীয় অংশগ্রহণের মাধ্যমে দেশের বাজারে জি ফাইভের আরো প্রসারের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হবে। ‘সম্মিলিত শক্তি’র আবহেই সে পদক্ষেপ নেয়া হয়েছিল; গত কয়েক সপ্তাহের পরিস্থিতিতে একসাথে দৃপ্তপদে চলার বিষয়টি যেন আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে থমকে থাকা ‘বাংলাদেশ ট্যালেন্ট হান্ট’ ও ‘জি ফাইভ অরিজিনালস’র শ্যুটিং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই চালু করার পরিকল্পনা রয়েছে। করোনা মহামারির কারণে পহেলা বৈশাখ ও রমযান উপলক্ষ্যে যে যৌথ কর্মকাÐের পরিকল্পনা ছিল তাও ব্যাহত হয়েছে।

অন্ধকার দিনের সাথে বাংলাদেশী মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা অপরিসীম। বাংলাদেশিদের এই দুর্দমনীয়তা ও আত্মবিশ্বাসের পালে নতুন হাওয়া লাগাতেই ‘আবার জমবে মেলা’ গানটি নতুন করে গাওয়া হয়েছে। এশিয়াটিক ৩৬০ কনটেন্ট ইনিশিয়েটিভ – ‘গুড কোম্পানি’র সহযোগিতায় জি ফাইভ ইনিশিয়েটিভ – ‘বিশ্ব অবাক চেয়ে রবে’ উদ্যোগের আওতায় গানটি তৈরি করা হয়েছে।

জি ইন্টারন্যাশনাল ও জি ফাইভ গেøাবাল’র সিইও অমিত গোয়েনকা বলেন, “আমাদের জন্য বাংলাদেশের দর্শক-শ্রোতাদের গুরুত্ব¡ অনেক। বাংলাদেশের মানুষ যে দৃঢ় মনোবল ও সহনশীলতার মাধ্যমে এই চ্যালেঞ্জিং সময় পার করছে সেই শক্তি ও দৃষ্টিভঙ্গিকে উদযাপন করতেই আমাদের এই আশা জাগানিয়া গান। ইতিমধ্যে দেশটিতে আমাদের একটি অবস্থান তৈরি হয়েছে। সেই আস্থাকে আরো দৃঢ় করতে দেশটিতে শিগগিরই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার প্রত্যাশায় রয়েছি আমরা।”

জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘বিশ্বজুড়ে লকডাউনের এই কঠিন সময়ে আমরা বাংলাদেশি মানুষের মধ্যে একটু আাশার আলো ছড়িয়ে দিতে চেয়েছি। বাংলাদেশি সংস্কৃতিতে গান সবসময়ই একটি বড় ভূমিকা রেখেছে এবং এই গানটির সাথে জড়িয়ে আছে বাঙালির ঐতিহাসিক তাৎপর্য। হারানো দিনের এই গানটির মাধ্যমেই বাংলাদেশি মানুষের মধ্যে আমরা এক আশার বার্তা পৌঁছে দিতে চাই, বিশেষ করে এই পবিত্র রমজানে – আজকের এ কঠিন সময় একদিন শেষ হবে; শিগগিরই আমরা এগিয়ে যাব এক উজ্জ্বল আগামীতে।’

১৯৭২ সালের শুরুর দিকে এক সদ্য-স্বাধীন, যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশে গানটির জন্ম প্রয়াত শিল্পী লোকমান ফকিরের কথা ও সুরে। লোকসঙ্গীতটিতে রয়েছে অদম্য আত্মবিশ্বাস আর আশার বার্তা। এই গানটিই দেশের অন্যতম সেরা ও জনপ্রিয় গীতিকার ও গায়ক রায়েফ আল হাসান রাফা’র হাতে পেয়েছে নতুন মাত্রা। রাফা বলেন, ‘আমার দেশ ও দেশের মানুষের কাছে অনেকখানি অর্থবহ একটি গান নিয়ে বাংলাদেশের সেরা শিল্পীদের সাথে কাজ করার সুযোগ আমার জন্য এক অনন্য সম্মান। বছরের পর বছর ধরে যে গানের আবেদন একটুও ¤øান হয়নি, এমন একটি গানের সাথে যুক্ত হওয়ার সুযোগ অনেক গর্বের।’

নতুন আঙ্গিকে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন জোহাদ রেজা চৌধুরী, এলিটা করিম, কারিশমা সানু সভ্যতা এবং দৃশ্যায়নে অংশ নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, রাফিয়াথ রশিদ মিথিলা, ইয়াশ রোহান ও নাজিফা তুশি। বাড়িতে বানানো এই ভিডিও চিত্রটি পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

আঁধার কেটে দেখা দেবে আলো, আবারো জমবে উৎসব – গানটি এমনই আশা ও ধৈর্যের কথা বলে; দেয় সুখী, সুন্দর আগামীর প্রতিশ্রুতি। শুধু বৈশাখে নয়, গানটি এমন এক সময়ে মুক্তি পেল যখন চলছে পবিত্র রমযান – যে দিনগুলোতে পুরো বাংলাদেশ বিশ্বকে মহামারির হাত থেকে রক্ষা করতে ঈশ্বরের কাছে প্রার্থনায় রত। এই গান সেই অদম্য বাংলাদেশকেই উৎসর্গ করা।

২০১৫ সালে ‘উড়ে যেতে চাই’ গান দিয়ে মন মাতানো গায়িকা এলিটা করিম বলেন, ‘এ এক অনন্য পদক্ষেপ। যে গান শুনতে শুনতে বড় হয়েছি এমন একটি প্রবাদপ্রতীম গান নতুন করে গাওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

পরিচালক কৃষ্ণেন্দু বলেন, ‘এমন সময়ে মানুষের মধ্যে আশা ও বিশ্বাস জাগানোটা খুবই গুরুত্বপূর্ণ। নিজ নিজ বাসা থেকে যারা এই গানটির সাথে জড়িয়ে আছেন তাদের সবাইকে আমি অভিবাদন জানাই।’

‘বিশ্ব অবাক চেয়ে রবে’: আশার পানে উপভাগ করুন: https://bit.ly/AbarJombeMela – -প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

এসটিএস গ্রুপের জন্য কো-ব্র্যান্ডেড লংকাবাংলা ক্রেডিট কার্ড

লংকাবাংলা ফাইন্যান্সপি এলসি, এসটিএস ক্যাপিটাল লিমিটেড (এসটিএসগ্রুপ) ও মাস্টারকার্ডের সহযোগিতায় সম্প্রতি একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু করা হয়েছে।...

বৈষম্য নিরসনে অর্থব্যবস্থার ৮ দফা সংস্কার প্রস্তাবনা

অর্থনৈতিক বৈষম্য নিরসনে সংস্কার কমিশন গঠন, সংবিধানে সামাজিক মালিকানার স্বীকৃতি ও অর্থব্যবস্থার ৮ দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করেছে ফোরাম...

শেখ হাসিনা পালায় না !!!

জনরোষের মুখে শুধু পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও মন্ত্রীরা। তারা বলছেন, তিনি...

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের করতালির মধ্যে এই সনদে...

বালা মুসিবত আমাদের হাতের কামাই: পীর ছাহেব ছারছীনা

পৃথিবীর সকল বালা মুসিবত আমাদের হাতের কামাই। মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাওয়ায় আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রকৃতিক দুর্যোগ দিয়ে সতর্ক করে...

জনপ্রিয় সংবাদ

সিভি এবং চাকুরী আবেদনের কিছু প্রয়োজনীয় টিপস

মানবসম্পদ বিভাগে কাজ করার বদৌলতে প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখে পরতে হয়। যার অধিকাংশই আসে সিভিকে কেন্দ্র করে। আমি সিরিজ আকারে সিভি এবং ক্যারিয়ার...

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে তুরাগ থানা ছাত্রলীগ

তুরাগ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান জানায়, গত ১১-০৮-২০২০ তারিখে ’আমার প্রাণের বাংলাদেশ’ নামক পত্রিকার অনলাইন সংস্করণে ‘রাজধানীর উত্তরা যুবলীগ নেতা নাজমুল হাসান...

 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে নিয়োগ জোরদার করলো মেটলাইফ বাংলাদেশ

ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে মেটলাইফ বাংলাদেশে। অনন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম আগ্রহী প্রার্থীদেরকে বাসা থেকেই ওয়েবসাইটের মাধ্যমে...

২৩ কোটি বছরের পুরনো হিরকখণ্ড উদ্ধার!

দেখতে কি সুন্দর হিরকখণ্ডটি । শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ...
Verified by MonsterInsights