মেসি ও রোনালদো-দুই ক্যাটাগরিতে পেয়েছেন চ্যাম্পিয়নস লিগে সেরা গোলের পুরস্কার। চ্যাম্পিয়নস লিগ থেকে এবার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রাপ্তি কী?
রোনালদো টুর্নামেন্টে ৮ ম্যাচে ৪টি গোল করেছেন, মেসি ৭ ম্যাচে ৩টি। রোনালদো সতীর্থদের দিয়ে কোনো গোল করাতে পারেননি, মেসি করিয়েছেন ৩টি। মেসি-রোনালদো নামের সঙ্গে খুব একটা মানানসই না সংখ্যাগুলো! তারওপর তাঁদের দলও বিদায় নিয়েছে আগেভাগেই। রোনালদোর জুভেন্টাস শেষ ষোলোতেই বাদ পড়েছে ‘পুঁচকে’ লিওঁর হাতে। মেসির বার্সেলোনা আরেক রাউন্ড বাড়তি খেলেছে বটে কিন্তু না খেললেই বোধ হয় এখন খুশি থাকতেন বার্সা সমর্থকেরা। কোয়ার্টার ফাইনালে যে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সা!
কিছু না পাওয়ার এই চ্যাম্পিয়নস লিগ থেকেও একটি করে প্রাপ্তি হয়েছে মেসি ও রোনালদোর। দুজনই পেয়েছেন চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সুন্দর গোল করার স্বীকৃতি। সুন্দর গোলের স্বীকৃতি পেলেন দুজন! তা-ই হয়েছে। পুরস্কারটা যে এসেছে দুই ভিন্ন পক্ষের কাছ থেকে। এখানেই মেসির পক্ষে আছে উয়েফার কমিটি, আর রোনালদোর পক্ষে ভক্তরা।