পিএসজির জার্সিতে নেইমার-এমবাপের জুটি গত কয়েকটি ম্যাচ যে দুর্দান্ত পারফর্ম করেছে, গতকালের ফাইনারে তার ছিঁটেফোটাও দেখা গেল না। দুর্দান্ত বায়ার্ন মিউনিখের কাছে পিএসজি হেরে গেছে ১-০ ব্যবধানে। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনারে উঠে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না। এই দুঃখেই হয়তো ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়ছেন পিএসজি তারকা নেইমার। আর কিলিয়ান এমবাপ্পে যেন মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন।
নেইমারের অবস্থা সবচেয়ে খারাপ ছিল। শেষ বাঁশি বাজার পর পরই তিনি মাথা ঝুলিয়ে দাঁড়িয়ে যান। প্রতিপক্ষ দলের ডেভিড আলবা শিরোপা জয়ের উৎসব বাদ দিয়ে ছুটে যান নেইমারকে স্বান্ত্বনা দিতে। টানা কয়েক মিনিট ধরে নেইমারকে শান্ত করার চেষ্টা করেও কাজ হয়নি। শুধু আলবাই নন, বায়ার্ন মিউনিখের কোচ শিরোপা জয়ের আনন্দ থামিয়ে নেইমারের কাছে গিয়ে স্বান্ত্বনা দিতে থাকেন। কিন্তু নেইমারের কান্না থামায় কার সাধ্যি!
ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে ২০১৭ সালে নেইমারকে বার্সা থেকে দলে টেনেছিল পিএসজি। উদ্দেশ্য ছিল একটাই, চ্যাম্পিয়ন্স লিগ জয়। এবার খুব কাছে গিয়েও দুই মহাতারকার মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স ডুবিয়েছে দলকে। প্রচণ্ড মন খারাপ করে পিএসজি মালিক নাসের আল খেলাইফি বলেছেন, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। দারুণ এক মৌসুম কাটিয়েছি, দারুণ টুর্নামেন্ট খেললাম। কেউ ভাবেনি আমরা ফাইনাল খেলব। জেতার খুব কাছাকাছি ছিলাম কিন্তু এটাই ফুটবল। আগামী মৌসুমে আবার চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব কারণ এটাই আমাদের লক্ষ্য।