উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন অবলম্বনে কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি নির্মাণ করছেন সিনেমা ‘পদাতিক’। সেখানে খোদ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
পোস্টে তিনি বলেন, বাবার সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে মৃনাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’-এর কাজ শেষ করেছি। এ বছরেই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে। প্রযোজক একইসঙ্গে দুই বাংলাতেই ‘পদাতিক’ মুক্তি দিতে চান।
ছবিটিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার মনামী ঘোষ।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে অভিনেতা চঞ্চল চৌধুরী বললেন, ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই, এটা কী মৃনাল সেন, নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেক খানি ভালোও লেগেছে। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুর কী অসাধারণ কাজ।