১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ব্যাপক আলোচিত ও ব্যবসাসফল এই ছবিতে একই সঙ্গে অভিষেক হয়েছিল প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহ এবং ‘প্রিয়দর্শিণী’ খ্যাত নায়িকা মৌসুমীর। এরপর অসময়ে অমর নায়ক সালমান শাহ পরপারে পাড়ি জমালেও মৌসুমী এখনও দাঁপিয়ে বেড়ান চলচ্চিত্র জগত।
নতুন খবর হচ্ছে, ২৭ বছর আগের সেই হিট সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ প্রচারিত হতে চলেছে আসছে ঈদুল ফিতরে। ঈদ উপলক্ষে নাগরিক টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় বিশেষ আকর্ষণ হিসেবে দেখানো হবে ছবিটি। অর্থাৎ এবারের ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৬টায় চমক হিসেবে নাগরিক টেলিভিশন প্রচার করবে সালমান শাহ ও মৌসুমী জুটির দর্শকপ্রিয় ‘কেয়ামত থেকে কেয়ামত’।
এর আগে ঈদের দিন বিকাল তিনটায় নাগরিকের পর্দায় অপু বিশ্বাস ও ববিকে নিয়ে হাজির হবেন ঢালিউড কিং শাকিব খান। বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমার মাধ্যমে পর্দায় আসবেন তারা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, উজ্জ্বল, রেবেকা রউফ, আহমেদ শরীফ প্রমুখ। এছাড়া একাধিক নতুন সিনেমা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেলটি।
টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘বিশেষ দিবসে আমরা দর্শকদের চাহিদা মাথায় রেখে বিশেষ আয়োজন করে থাকি। এবারের ঈদেও দর্শকদের জন্য চমকপ্রদ এবং আকর্ষণীয় সব আয়োজন থাকছে। দর্শকদের ভিন্ন কিছু উপহার দেয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা করি, দর্শক নিরাশ হবেন না।’