করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতের জনপ্রিয় টি- টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের ১৩তম আসর শুরু হতে যাচ্ছে।
তবে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহতার কথা বিবেচনায় এনে এবারের আইপিএলকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বরেই পর্দা উঠবে জমকালো এই আসরের।
কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন আইপিএলের আয়োজকরা।
আইপিএল যেন আরব আমিরাতে না হয় এজন্য আদালতের দারস্থ হয়েছেন অভিষেক লগু নামের এক ভারতীয় আইনজীবী। এই মর্মে পিটিশন দায়ের করেছেন তিনি ।
মঙ্গলবার মুম্বাই হাইকোর্টে অভিষেক এই পিটিশন দায়ের করেছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস নাউ নিউজ।
গণমাধ্যমটি জানিয়েছে, যে কোনো ভাবে আরব আমিরাতে আইপিএলের আয়োজন ঠেকিয়ে তা ভারতের মাটিতে ফেরাতে আবেদন করেছেন আইনজীবী অভিষেক লগু।
এর পেছনে বেশ কড়া যুক্তিও রয়েছে তার।
তিনি বলেছেন, আমি একজন বড় ক্রিকেটভক্ত। ভারতের বাইরে আইপিএল হতে দেয়ার একেবারেই বিপক্ষে আমি। কেননা এর সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু জড়িত। তাই আইপিএল দেশের বাইরে যেতে গেলে ভারতের বড় ধরণের আর্থিক ক্ষতি হবে।
দায়ের করা পিটিশনে অভিষেক লগু লিখেছেন, ‘আইপিএল কোনো দাতব্য অনুষ্ঠান নয়। করোনার কারণে ভারতে অনেক ব্যবসায় ধস নেমেছে। আইপিএলটা ভারতে রাখলে এই দুর্যোগ সময়ে এটি দেশের অর্থনীতির জন্য অনেক বড় একটা পরিবর্তন আনতে পারবে। দেশের জন্যই আইপিএল অন্য কোথাও করা উচিৎ নয়।’
মঙ্গলবারই ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি রেভাতি মোহিতের এই পিটিশনের শুনানি করার কথা ছিল।