তার চেস এসোসিয়েশনের আয়োজনে অনলাইন প্লাটফরম লিচেস ডট অর্গ এ অনুষ্ঠিত কাতারা আন্তর্জাতিক বুলেট দাবা ইভেন্টে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান নেদারল্যান্ডের ২৭৬৪ রেটি ংপ্রাপ্ত সুপার গ্র্যান্ড মাস্টার ও আনিস গিরিকে পরাজিত করেন।
গতরাতে অনুষ্ঠিত কাতারা বুলেট দাবার দ্বিতীয় কোয়ালিফায়িং এ আন্তর্জাতিক মাস্টার ফাহাদ অষ্টম খেলায় গ্র্যান্ড মাস্টার আনিস গিরির বিরুদ্ধে কালো ঘুঁটি নিয়ে খেলে ৫৭ চালে জয়ী হন। দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ৪৯ খেলায় ৭৮ পয়েন্ট পেয়ে ২৬০৬ জন খেলোয়াড়ের মধ্যে ৮২তম হন। তৃতীয় পর্বেও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ কয়েকজন গ্যান্ড মাস্টারকে পরাজিত করেন যার মধ্যে অন্যতম রাশিয়ার এন্টোন ডেমচেনকো। তৃতীয় পর্বে ফাহাদ ৫৪ খেলায় ৮১ পয়েন্ট নিয়ে ৫,০৪১ জনের মধ্যে ১০৭তম হন।বুলেট দাবা ইভেন্টে উভয় খেলোয়াড়কে এক মিনিট করে সময় দেয়া হয় খেলা শেষ করার জন্য এবং প্রতি খেলার জয়ের জন্য দুই পয়েন্ট ও ড্র এর জন্য এক পয়েন্ট দেয়া হয়।