বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শেখ কবির হোসেন এরসভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বীমা কোম্পানী সমূহের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং মূখ্য নির্বাহী কর্মকর্তাগণ উপ¯ি’ত ছিলেন।
সাধারণ সভায় উপ¯’াপিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী জীবন বীমা খাতে প্রাইভেট বীমা কোম্পানীগুলির উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমান ছিল ২০১৯ সালে ৯০,৪৬০ মিলিয়ন টাকা যা ২০১৮ সালে ছিল ৮৪,৮৫৭ মিলিয়ন টাকা। বেসরকারী জীবন বীমা খাতের লাইফ ফান্ড ২০১৯ সালে বৃদ্ধি পেয়ে ৩১৮,৩৮৬ মিলিয়নে দাঁড়ায় যা ২০১৮ সালে ছিল ৩০১,৪৩৪ মিলিয়ন। বেসরকারী জীবন বীমা খাতে ২০১৮ সালের বিনিয়োগ ২৫৯,৮৪৭ মিলিয়ন থেকে ২০১৯ সালে ২৮৬,৬০২ মিলিয়নে দাঁড়ায়। বেসরকারী খাতে জীবন বীমা কোম্পানীর মোট সম্পদ ২০১৮ সালে ৩৬৩,৯৪২ মিলিয়ন থেকে ২০১৯ সালে ৩৮৮,৪৩৭ মিলিয়নে উন্নিত হয়। নন-লাইফ বীমা খাতে মোট প্রিমিয়াম আয়ের পরিমান ২০১৮ সালে ছিল ৩০,৩৪৭ মিলিয়ন টাকা যা বৃদ্ধি পেয়ে ২০১৯ সালে দাঁড়ায় ৩৪,১১৪ মিলিয়ন টাকা। এই আয় বৃদ্ধির পরিমান শতকরা প্রায় ১২.৪১%। নন-লাইফ বীমা কোম্পানীর ২০১৮ সালে সম্পদ এর পরিমান ৭৯,৭৭৪ মিলিয়ন থেকে ২০১৯ সালে ৮৫,৪৫৪ মিলিয়নে দাঁড়ায়। নন-লাইফ বীমা খাতে ২০১৮ সালের বিনিয়োগ ৩৮,০৩৬ মিলিয়ন থেকে ২০১৯ সালে ৩৯,৫৯০ মিলিয়ন হয়েছে। বিআইএ-এর প্রেসিডেন্ট তার বক্তব্যে আগত প্রতিনিধিদের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনের উপর-আলোচনা করেন এবং উপ¯ি’ত সদস্যবৃন্দকে উক্ত আলোচনায় অংশগ্রহন করার জন্য অনুরোধ করেন। সভায় সর্বসম্মতিক্রমে নি¤œলিখিত বিষয়গুলোর
উপর সিদ্ধান্ত গৃহীত হয়-
(১) ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন।
(২) ২০১৯ সালের অডিট রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন।
(৩) ২০২০ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নির্ধারণ।
উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস সহিদ, এমপি , চেয়ারম্যান, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, জনাব মোজাফফর হোসেন পল্টু, চেয়ারম্যান, ইউনিয়ন ইন্স্যুরেন্স; মেজর জেনাঃ আবদুল হাফিজ মল্লিক, পিএসসি (অবঃ), চেয়ারম্যান, বেষ্ট লাইফ ইন্স্যুরেন্স, জনাব মোস্তফা গোলাম