জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে স্বাস্থ্যজনিত কারণে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
খবরের সূত্রের নাম উল্লেখ না করে জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে পরিবেশিত খবরে বলা হয়, ‘অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং এ কারণে দেশকে এগিয়ে নিতে তিনি সমস্যায় পড়বেন এমন চিন্তা থেকে অ্যাবে পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন।’ স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
সাম্প্রতিক দিনগুলোতে প্রচন্ড জ্বরের কারণে তিনি মেডিকেল চেক-আপের জন্য দু’বার হাসপাতালে যান। ফলে কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে গুজব ছড়িয়ে পড়ে।