গতকালের ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২৭ জন যাত্রী। নিহতদের মধ্যে রয়েছেন বিমানের দুই পাইলট ক্যাপ্টেন কমান্ডার দীপক বসন্ত সাঠে ও ক্যাপ্টেন অখিলেশ কুমার ।
কোঝিকোড় বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্থ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের দুর্ঘটনাস্থল থেকে মিলল বিমানের ডিজিট্যাল ফ্লাইট ডেটা রেকর্ডার(ব্ল্যাক বক্স ) ও ককপিট ভয়েস রেকর্ডার। ওই দুই যন্ত্রকে দিল্লিতে পাঠানো হয়েছে বিশ্লেষণের জন্য। এর থেকে বোঝা যাবে দুর্ঘটনার আগে বিমান কী অবস্থায় ছিল, বিমানের গতি কী ছিল, ব্রেকিং সিস্টেম কাজ করেছিল কিনা। পাশাপাশি ককপিট ভয়েস রেকর্ডার থেকে পাইলটদের মধ্যে শেষ মুহূর্ত কী কথা হয়েছিল তা বোঝা যাবে ।
সুত্র : জি নিউজ