এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও একাদশে ভর্তির জন্য কলেজ পায়নি প্রায় ১৩ হাজার শিক্ষার্থী। আর আবেদন করেও ৬৪ হাজার ৯৭২ জন কলেজের মনোনয়ন পায়নি। এছাড়া ভর্তির জন্য কোনো আবেদন পায়নি ১৫২টি কলেজ।
একাদশ শ্রেণিতে ভর্তির ফল পর্যালোচনায় এ তথ্য উঠে আসে।ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. হারুন-অর-রশিদ এ ব্যাপারে বলেন, পছন্দের তালিকায় শীর্ষস্থানীয় কলেজগুলো রাখায় এমনটি হয়েছে। তবে চিন্তিত হওয়ার কিছু নেই। দ্বিতীয় ধাপে তারা আবেদনের সুযোগ পাবে।
এদিকে ভর্তির প্রথম ধাপে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী একাদশের জন্য মনোনীত হয়েছে। কিন্তু আবেদন করে ১৩ লাখ ৪২ হাজারের বেশি শিক্ষার্থী।