রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

’চেতনার দুয়ার’ মানবিক পৃথিবী প্রত্যাশার কাব্য

পাঠক প্রিয়

সমসাময়িক নাগরিক, বৈশ্বিক ও গ্রামীণ নৈসর্গিক পরিবেশ সচেতন কবি আর. কে. শাব্বীর আহমদ-এর ২য় কাব্যগ্রন্থ ‘চেতনার দুয়া ‘। এটি প্রকাশিত হয় অমর একুশে বইমেলা ২০২৩ সালে। প্রকাশক : সরলরেখা প্রকাশনী সংস্থা। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মোমিন উদ্দীন খালেদ।

কবি আর.কে. শাব্বির আহমাদ

সমসাময়িক নাগরিক ও বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি গ্রামীণ নৈসর্গিক পরিবেশ ও আটপৌরে জীবনের নিখুঁত ছবি এঁকেছেন কবি তাঁর এ গ্রন্থে। মুক্তক গদ্যছন্দ, স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দে তিনি কবিগুলোকে সাজয়েছেন। তাঁর লেখায় সদা সত্য সুন্দর ও মানবিক প্রেমের দর্শন  লক্ষ্য করা যায়।

পার্থিব জীবনের মোহ, মায়া ও ভ্রান্তির বেড়াজাল ভেদ করে তিনি অনন্তকালে সুখের ঠিকানা গড়ার স্বপ্ন এঁকেছেন তাঁর কাব্যচিন্তায়। গ্রন্থের নাম কবিতা ‘ চেতনার দুয়ার ‘ এ তিনি লিখেছেন, ” জীবনের কতগুলো বসন্ত / পার হয়ে গেছে / ম্লান হয়ে গেছে কতে শতো কাক ডাকা ভোর / সব পাখি নীড়ে ফেরে / সব নদী ফিরে যায় মোহনায় / তবুও কী মন আমার / ভ্রান্তির বেড়াজাল ভেদ করে / ফিরে আসতে চায় না/ অনাদি অনন্তকালের জীবন পথে। “

বিশ্বজুড়ে নির্যাতিত মানবতার কান্নায় কবির হৃদয় সিক্ত হয়েছে। মানবতা ও মানবিক পৃথিবীর প্রত্যাশায় কবির উচ্চারণ, “আমি প্রতিনিয়ত / মানবতার কান্না শুনি / হৃদয়ে জ্বলে ওঠে আগুন / যেমনি ঘর্ষণে ঘর্ষণে জ্বলে ওঠে  দেশলাই / সিরিয়া ফিলিস্তিন কাশ্মীর বার্মায় / আর্তনাদ ওঠে বনি আদমের / নিজ বাসভূমে বেঁচে থাকার আকুলতায় / যেমনি মায়ের বুকে নিরাপদ আশ্রয় খোঁজে সন্তানেরা।” ( মানবতার কান্না)

” বহমান সময় ” কবিতায় নিপীড়িত মানবতার জন্য  কবির নিরাপদ ভূখণ্ডের আকুতি শুনি, ” লাখো-কোটি নিপীড়িত মানবতার / চীৎকার ধ্বনিত হয় পৃথিবীর অধিপতির কাছে / সাহায্যকারী বন্ধুর আগমন প্রত্যাশার / নিরাপদ ভূখণ্ডের /  সোনালি সূর্যোদয়ের।”

নিরাপদ ভূখণ্ডে নবপ্রজন্মের হাসির মতো মুগ্ধতা চেয়েছেন কবি- ” নীলাকাশে রংধনুর মতো / মুগ্ধতা চাই / মুগ্ধতা চাই বিশুদ্ধ মানুষের / স্বচ্ছ সাদা মনের / যেমন হেমন্তের মেঘমুক্ত আকাশ / নিরাপদ ভূখণ্ডে নব প্রজন্মের হাসির / মুগ্ধতা চাই। ” ( মুগ্ধতা চাই )

নাগরিক জীবনের যন্ত্রণাকে আনন্দময় করে তোলার জন্য  শেকড় সন্ধানী কবি মায়াবী প্রকৃতির গ্রামীণ  জীবনের সারল্য ও অকৃত্রিম সুখের ছবি এঁকেছেন এভাবে, ” ঘুম ঘুম তন্দ্রালুতায় জেগে ওঠি /  শরৎ প্রভাতে / শারদীয় বৃষ্টিকণায় মুছে নেই / নয়ন যুগল / সাদা-শুভ্র মেঘের ভেলায় / মন ভাসাই। ” ( শারদ নয়ন )। ” হেমন্ত আসে / সোনালি ধানের মৌ মৌ গন্ধে / সোনালি ধানের মৌ মৌ গন্ধে / নবান্নে হেসে ওঠে কৃষক / গোলাভরা ধানে তৃপ্তির নিঃশ্বাস ছাড়ে / গৃহস্থ বধূরা। ” ( হেমন্তিকা )

সৌরভময় ফুলের নিঃস্বার্থ অমায়িক প্রেমের মতো মানবিক ও ভালোবাসার পৃথিবী গড়ে তুলতে চান কবি।
” ফুলের ভালোবাসা ” কবিতায় তাঁর উচ্চারণ : ” ফুলের ভালোবাসা / কী অমায়িক অমলিন / কী শুচিতা দেখি / ফুলের অঙ্গাবরণে / শিশিরস্নাত পরাগরেণু / নববধূর এলায়িত / কস্তুরি-কুসুম চুলের মতো / সুবাস ছড়ায় পরম মমতায় / ফুলের চোখে চোখ রেখে / নয়ন-যুগল স্নিগ্ধ করি / অবারিত প্রেম শিখি / ফুলিয়ে পেলব শরীর ছুঁয়ে / সার্থক হয় জনম জীবন / ফুলের মতো মানবিক প্রেমে। “

শিশুতোষ ছড়ায় কবি শিশুদের সুন্দর ও আদর্শিক অনুভূতি জাগ্রত করেছেন এভাবে : ” এক দুই তিন / মাগো আমার সালামটুকু নিন / চার পাঁচ ছয় / ন্যায়-নীতির পথে পথে পথে / হবে সবার জয়। ” ( সংখ্যার ছড়া )
ফুলের মতো সুবাস ছড়িয়ে ন্যায়-নীতির সমাজ গড়ে একটি নতুন পৃথিবীর স্বপ্ন দেখিয়েছেন কবি : ” ফুলের মতো সুবাস তুমি ছড়াও / সত্য-ন্যায়ের সমাজ গড়ে বিশ্বটাকে নড়াও। ” ( বিশ্বটাকে নড়াও )।

” চেতনার দুয়ার ” গ্রন্থের কবিতাগুলোর অনন্য বৈশিষ্ট্য হলো, প্রায় প্রতিটি কবিতায় কবি তাঁর কাব্যিক চেতনায় অসীম সত্তার অস্তিত্ব ও সার্বভৌমত্বকে প্রতীকায়িত করছেন। যেমন- ” হৃদয়ের সংবেদনশীলতায় / ন্যুব্জ হয় / আমার ভালোবাসার সারথীরা / অপরূপ স্রষ্টার সমীপে। ” ( ফুলের ভালোবাসা ) ” কী অপরূপতায় সাজালো পৃথিবী / অসীম যিনি মহাদয়াবান।” ( চন্দ্রালুতা ) ” অসীমের ভালোবাসা ঝরে পড়ুক / আকাশ-কোলের সৃষ্টিকুলে।” ( নিঃসীম নীলাকাশ )  ” আনত হৃদয়ে অবনত হয় আমার সত্তা / সর্বশক্তিমানের অপার মহিমায়।” ( বোধি )

কাব্যের শেষ দিকে কবির মৃত্যুচেতনা প্রকাশ পেয়েছে। তাঁর সুকৃতি মহানের দরবারে কবুল হয়েছে কি-না, এমন বিচলিত ভাবনায় কবির আকুতি : আমার সুকৃতি মহানের সমীপে / গৃহীত  কি-না সে ভাবনা আমায় / কেবলি বিচলিত করে। “

” চেতনার দুয়ার ” কাব্যগ্রন্থটি সত্য-সুন্দর, মানবিক পৃথিবী  গড়ার স্বপ্নচারিতায় বাঙলা কাব্যসাহিত্যে একটি সৃজনশীল সংযোজন হিসেবে  বিপুল পাঠকপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস (বিসিআর) এর যাত্রা শুরু

মার্কিন যুক্তরাষ্ট্র- বাংলাদেশ সম্পর্ক ইস্যুতে আরও কিভাবে শক্তিশালী সম্পর্ক স্থাপনের পাশাপাশি উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে কাজ করা...

ইহলৌকিক ও পারলৌকিক জীবনে রোজা

মোঃ সহিদুল ইসলাম: ইসলামের মূল ভিত্তি পাঁচটি। পাঁচটি ভিত্তির একটি হলো রোজা। এটি মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো...

যমুনা ব্যাংক এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ কর্মসূচী

সাম্প্রতিক যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ-২০২৫ কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী জেলার একটি অভিজাত হোটেলে শিক্ষার্থী, এসএমই এবং নারী উদ্যোক্তাদের নিয়ে একটি...

স্বাধীনতা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...

আনন্দময় ঈদ উৎসব

মোঃ সহিদুল ইসলাম: ঈদ আরবি শব্দ। যার অর্থ খুশি, আনন্দ, অনুষ্ঠান, উৎসব, পর্ব ইত্যাদি। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে...

জনপ্রিয় সংবাদ

সিভি এবং চাকুরী আবেদনের কিছু প্রয়োজনীয় টিপস

মানবসম্পদ বিভাগে কাজ করার বদৌলতে প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখে পরতে হয়। যার অধিকাংশই আসে সিভিকে কেন্দ্র করে। আমি সিরিজ আকারে সিভি এবং ক্যারিয়ার...

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে তুরাগ থানা ছাত্রলীগ

তুরাগ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান জানায়, গত ১১-০৮-২০২০ তারিখে ’আমার প্রাণের বাংলাদেশ’ নামক পত্রিকার অনলাইন সংস্করণে ‘রাজধানীর উত্তরা যুবলীগ নেতা নাজমুল হাসান...

 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে নিয়োগ জোরদার করলো মেটলাইফ বাংলাদেশ

ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে মেটলাইফ বাংলাদেশে। অনন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম আগ্রহী প্রার্থীদেরকে বাসা থেকেই ওয়েবসাইটের মাধ্যমে...

২৩ কোটি বছরের পুরনো হিরকখণ্ড উদ্ধার!

দেখতে কি সুন্দর হিরকখণ্ডটি । শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ...
Verified by MonsterInsights