রবিবার, মে ১৯, ২০২৪

নয় কোটি টাকার ক্রয়ে আট কোটিই  উধাও

পাঠক প্রিয়

আইএসডি ফেয়ারে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল

স্কুল, শিক্ষার্থী ও কমিউনিটির মধ্যে ঐক্য ও একাত্মতা উদযাপনে আইএসডি ফেয়ার এর আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। শনিবার, ১১...

সিএসই শরিয়াহ্ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানীগুলোর সমন্বয়

সিএসই-র তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন ০৬টি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং...

যক্ষা থেকে পরিত্রান পেতে সচেতনতা বৃদ্ধি করতে হবে, কাউন্সিলর আলমগীর

শনিবার (১৮ মে’২০২৪) ৩১ নংওয়ার্ড কাউন্সিলর কার্যালয় খুলনা মুক্তি সেবা সংস্থা ঢাকা অফিসের উদ্যোগে যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ড ভিত্তিক...

পাবলিক প্রকিউরমেন্টে সমান সুযোগের জন্য অন্যায্য ধারা বাতিলের আহ্বান

রোববার সেমিনারে বক্তারা বলেন, সরকারকে পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় দেশি-বিদেশি সব প্রতিষ্ঠানের জন্য সমান খেলার ক্ষেত্র নিশ্চিত করতে স্থানীয় কোম্পানিগুলোর...

টাঙ্গাইলে আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা

টাঙ্গাইল জেলার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড এ অনুষ্ঠিত হলো আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই...

কোভিড-১৯ রোধে ৯ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার মাস্ক ও ইনফ্রায়েড থার্মোমিটার কেনায় বড় ধরনের দুর্নীতির প্রমাণ পেয়েছে র‌্যাব। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপিয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের কেনাকাটায় উপেক্ষা করা হয়েছে ক্রয়প্রক্রিয়ার নির্ধারিত নিয়মকানুন।

নিম্নমানের মাস্ক ও থার্মোমিটারের ক্ষেত্রে প্রচলিত বাজারদরের চেয়ে অনেক বেশি দাম দেখানো হয়েছে। ঔষধ প্রশাসন অধিদফতরের এনওসি ছাড়াই চীন থেকে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য আনা হয়। সরবরাহকৃত পণ্য টেকনিক্যাল কমিটি অনুমোদনের আগেই দু’দফায় ৮ কোটি ২৮ লাখ টাকাই তুলে নেয়া হয়।

এই পুরো টাকা লোপাটের সঙ্গে সিম কর্পোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জড়িত। সম্প্রতি অনুসন্ধান চালিয়ে এসব পণ্য শনাক্ত এবং অনিয়মের তথ্য পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব। এর সঙ্গে জড়িত থাকার দায়ে তিনজন জ্ঞাত এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি দিয়ে মামলা করে র‌্যাব।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম যুগান্তরকে বলেন, অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এটা অবশ্যই ইতিবাচক। আমি প্রত্যাশা করছি- এই প্রক্রিয়ায় প্রকৃত দোষীরা বিচারের আওতায় আসবে, শাস্তি পাবে। ভবিষ্যতে আর কেউ এ ধরনের অন্যায় করবে না।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ বিষয়ে টেলিফোনে যুগান্তরকে বলেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়।

ঘটনাস্থলে গিয়ে ম্যাজিস্ট্রেট বুঝতে পারেন এই ঘটনায় বড় ধরনের জালিয়াতি রয়েছে, যা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমাধানযোগ্য নয়। এর পরিপ্রেক্ষিতেই মামলা করা হয়।

এই প্রকল্পের ৮ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকা যে অস্বচ্ছ প্রক্রিয়ায় হাতিয়ে নেয়া হয়েছে, তার তথ্যপ্রমাণ র‌্যাবের হাতে রয়েছে।

এ ঘটনায় প্রকল্প সংশ্লিষ্ট বা স্বাস্থ্য অধিদফতরের কেউ জড়িত কি না জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি, তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন মামলার তদন্ত চলছে। অন্য কেউ জড়িত থাকলে সেটি তদন্তে বেরিয়ে আসবে।

জানা গেছে, ২৭ আগস্ট রাজধানীর কাফরুল থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করেন র‌্যাব-১ এর জেসিও শ্রী কিরণ চন্দ্র সরকার।

এজাহারে তিনি উল্লেখ করেন, চলমান করোনাভাইরাস মহামারী প্রতিরোধে সরকার জরুরি ভিত্তিতে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড

প্যান্ডেমিক প্রিপিয়ার্ডনেস (ইআরপিপি) নামের প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় সিম কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান তৎকালীন প্রকল্প পরিচালকের সঙ্গে ১৮ এপ্রিল চুক্তি করে। এতে ২ লাখ ১০ হাজার পিস কেএন-১৯ মাস্ক এবং ১৫৫০ পিস ইনফ্রায়েড থার্মোমিটার সরবরাহের কথা বলা হয়, যার মোট আর্থিক মূল্য ছিল ৯ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা। চুক্তিতে বর্ণিত মালামালের দাম প্রচলিত বাজারমূল্যের চেয়ে অনেক বেশি ধরা হয়। এর মাধ্যমে পরিকল্পিতভাবে সরকারি অর্থ নয়ছয় হয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী মালামাল টেকনিক্যাল কমিটির মাধ্যমে গৃহীত হওয়ার পর টাকা পরিশোধের কথা। কিন্তু টেকনিক্যাল কমিটি অনুমোদনের আগেই কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় প্রতারণার মাধ্যমে ১০ মে ২ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকা তুলে নেয়া হয়।

একইভাবে ১৪ জুন ৫ কোটি ৫২ লাখ ৩৬ হাজার টাকা উত্তোলন করে সংশ্লিষ্টরা। দু’দফায় ৮ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকা অস্বচ্ছ প্রক্রিয়ায় তুলে নেয়া হয়, যা কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্সের (এডিবি-জিওবি) সাবেক প্রকল্প পরিচালক কর্তৃক স্বাক্ষরিত ও অনুমোদিত হয়।

এই টাকা উত্তোলনের জন্য সিম কর্পোরেশনের নামে স্ট্যান্ডার্ড ব্যাংক মহাখালী শাখার অ্যাকউন্ট নম্বর-০৭৪৩৩০০০১০২ ব্যবহার করা হয়।

মামলায় তিনজনকে আসামি করা হয়েছে এবং তাদের পালাতক দেখানো হয়েছে। তারা হলেন- ১. মো. মোস্তফা মনোয়ার মীম (৩৮), পিতা মো. হোসাইন, মাতা মনোয়ারা বেগম। স্থায়ী ঠিকানা: পীরগাছা, রংপুর এবং বর্তমান ঠিকানা: সালেহা প্যালেস, শাহাবাগ ঢাকা।

২. মোহাম্মদ ইশতিয়াক রহমান (৩৩), পিতা মোহাম্মদ মতিউর রহমান, মাতা রাকিফা রহমান, স্থায়ী ও বর্তমান ঠিকানা: ১১০ সেন্ট্রাল রোড, নিউমার্কেট, ঢাকা। ৩. সামি-আল-ইসলাম (৩৭) পিতা মো. সফিকুল ইসলাম, মাতা জিনাত মেহের, বর্তমান ঠিকানা: হাউজ-৮, রোড-৪, সেক্টর-৪, উত্তরা, ঢাকা।

তারা সবাই সিম কর্পোরেশনের ম্যানেজিং পার্টনার। এছাড়া এজাহারে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, আসামিরা তাদের অজ্ঞাত সহযোগীদের সহায়তায় চীন থেকে চোরাচালানের মাধ্যমে চুক্তির শর্ত লঙ্ঘন করে প্রতারণা ও বিশ্বাস ভেঙে নিম্নমানের মাস্ক এনেছে, যা কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স (এডিবি-জিওবি) প্রকল্পে প্রতারণামূলকভবে বুঝিয়ে দেয়ার জন্য প্রকল্পের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় ঘটনাস্থলে মজুদ করে।

যা দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫বি (১)(বি)/২৫(ডি)সহ ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৪০৬/৪১৭ ধারায় আপরাধের পর্যায়ভুক্ত। সিম কর্পোরেশন নামের প্রতিষ্ঠানটির পালাতক ম্যানেজিং পার্টনাররা এবং প্রকল্পের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় মোট ৮ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকা ইতোমধ্যে তুলে নিয়ে গেছে, যা মানি লন্ডারিং আইনের পর্যায়ে পড়ে।

ঘটনার বর্ণনা থেকে জানা যায়, ২৬ আগস্ট র‌্যাবের জেসিও শ্রী কিরণ চন্দ্র সরকার, এসআই মোহাম্মদ জাকির হোসেন, এএসআই মো. মুকুল, কনস্টেবল সুব্রত, মুকলেছ, সিপাহি মো. ফারুক, নায়েক উহ্যা সিং র‌্যাব-১ এর দায়িত্বাধীন মহাখালীর আমতলী এলাকায় টহল দায়িত্ব পালন করছিলেন।

ওইদিন বেলা ১১টা ৪০ মিনিটে তারা গোপন সংবাদ পান। তারা জানতে পারেন কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স (এডিবি-জিওবি) প্রকল্পের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় ঔষধ প্রশাসন অধিদফতরের এনওসি ছাড়াই চীন থেকে চোরাই পথে আনা নিম্নমানের মাস্ক কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে মহাখালী ডিওএইচএস-এর ১৯২/বি বাড়ির দ্বিতীয় তলায় মজুদ করছে।

এই টহল দল বিষয়টি তৎক্ষণাৎ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং তাদের নির্দেশে ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে তারা কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স (এডিবি-জিওবি) প্রকল্পের কনসালটেন্ট (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) মো. আবদুর রহিম, কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী আনোয়ার হোসেন এবং বাসার কেয়ারটেকারের সহায়তায় দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ফ্ল্যাটের ডাইনিং স্পেস ও ওয়াশরুম সংলগ্ন ছোট কক্ষে সংরক্ষিত নিম্নমানের মাস্ক ডাবল কার্টন ১৯০টি, যার প্রতিটিতে ১২০০টি করে মোট ১ লাখ ৩০ হাজার ৮০০টি মাস্ক ছিল এবং সিঙ্গেল কার্টন ৬০টি, যার প্রতিটিতে ৬০০ করে মোট ৩৬ হাজার মাস্ক পাওয়া যায়। প্রতিটি ৪০০ টাকা করে মোট মূল্য ৬ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকা, যা এসআই (নিরস্ত্র) মো. জাকির হোসেন জব্দ করেন।

এ সময় অভিযান পরিচালনাকারী দলের পক্ষ থেকে সিম কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করলে তারা এসব মালামাল আনার পক্ষে ঔষধ প্রশাসন অধিদফতরের এনওসি, কমপ্লায়েন্স সনদ এবং আনুষঙ্গিক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ ব্যাপারে প্রকল্পের কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

মামলার প্রসঙ্গে জানতে চাইলে রাজধানীর কাফরুল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সেলিমুজ্জামান যুগান্তরকে বলেন, নিয়মানুযায়ী মামলার তদন্ত চলছে। প্রাথমিকভাবে কিছুটা অগ্রগতি হয়েছে। পাশাপাশি আসামিদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদফতরের কয়েকজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, দেশে করোনা মহামারী শুরুর পর থেকেই সুরক্ষাসামগ্রী কেনাকাটায় নানা অনিয়মের অভিযোগ উঠছে। এমনকি সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাকে বদলিও করা হয়েছে। এটাও এরই একটি অংশ। এ সংক্রান্ত কোনো অনিয়মের বিরুদ্ধে এটা আইনগত পদক্ষেপ। এটা ভালো উদ্যোগ।

সুত্রঃযুগান্তর

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা

টাঙ্গাইল জেলার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড এ অনুষ্ঠিত হলো আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই...

যক্ষা থেকে পরিত্রান পেতে সচেতনতা বৃদ্ধি করতে হবে, কাউন্সিলর আলমগীর

শনিবার (১৮ মে’২০২৪) ৩১ নংওয়ার্ড কাউন্সিলর কার্যালয় খুলনা মুক্তি সেবা সংস্থা ঢাকা অফিসের উদ্যোগে যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ড ভিত্তিক প্রচারণামূলক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন...

সিএসই শরিয়াহ্ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানীগুলোর সমন্বয়

সিএসই-র তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন ০৬টি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ৫টি কেম্পানীকে বাদ দেওয়া...

পাবলিক প্রকিউরমেন্টে সমান সুযোগের জন্য অন্যায্য ধারা বাতিলের আহ্বান

রোববার সেমিনারে বক্তারা বলেন, সরকারকে পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় দেশি-বিদেশি সব প্রতিষ্ঠানের জন্য সমান খেলার ক্ষেত্র নিশ্চিত করতে স্থানীয় কোম্পানিগুলোর জন্য বৈষম্যমূলক কর কাঠামো অপসারণ...

আইএসডি ফেয়ারে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল

স্কুল, শিক্ষার্থী ও কমিউনিটির মধ্যে ঐক্য ও একাত্মতা উদযাপনে আইএসডি ফেয়ার এর আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। শনিবার, ১১ মে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ...

জনপ্রিয় সংবাদ

সিভি এবং চাকুরী আবেদনের কিছু প্রয়োজনীয় টিপস

মানবসম্পদ বিভাগে কাজ করার বদৌলতে প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখে পরতে হয়। যার অধিকাংশই আসে সিভিকে কেন্দ্র করে। আমি সিরিজ আকারে সিভি এবং ক্যারিয়ার...

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে তুরাগ থানা ছাত্রলীগ

তুরাগ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান জানায়, গত ১১-০৮-২০২০ তারিখে ’আমার প্রাণের বাংলাদেশ’ নামক পত্রিকার অনলাইন সংস্করণে ‘রাজধানীর উত্তরা যুবলীগ নেতা নাজমুল হাসান...

 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে নিয়োগ জোরদার করলো মেটলাইফ বাংলাদেশ

ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে মেটলাইফ বাংলাদেশে। অনন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম আগ্রহী প্রার্থীদেরকে বাসা থেকেই ওয়েবসাইটের মাধ্যমে...

২৩ কোটি বছরের পুরনো হিরকখণ্ড উদ্ধার!

দেখতে কি সুন্দর হিরকখণ্ডটি । শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ...