প্রতিবন্ধি দাবা খেলোয়াড়দের জন্য অনলাইনে গতকাল শনিবার হতে ১ম ফিদে অনলাইন দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজ এর খেলা শুরু হয়েছে। গতকাল প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ দল ১ নং সিডেড পোল্যান্ডের কাছে ০-৪ গেম পয়েন্টে পরাজিত হয়। বাংলাদেশ দলের পক্ষে মোঃ খোরশেদ আলম, সৈয়দ
এজাজ হোসেন, বাপ্পী সরকার ও মারুফা আজাদ সুকন্যা যথাক্রমে পোল্যান্ড-১ দলের ফিদে মাস্টার মোলেন্ডা মারসিন, ফিদে মাস্টার নোয়াক লুকাজ, চোরোসেজ আলেকজান্ডার ও জাকিমচুক আলিকার কাছে হেরে যান। তওে বাপ্পি সরকার ও সুকন্যা ভাল অব¯’ান পেয়েও হাতছাড়া করেন। আজ (রোববার) দ্বিতীয় রাউন্ডে
বাংলাদেশ মালয়েশিয়া-১ এর সাথে খেলছে। বিশে^র ৪৪ টি দেশের ৬০ টি দল এ দাবা অলিম্পিয়াডে অংশ নি”েছ যার মধ্যে ২ জন গ্র্যান্ড মাস্টার, ১২ জন আন্তর্জাতিক মাস্টার, ৪ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ২২ জন ফিদে মাস্টার, ৩ জন মহিলা ফিদে মাস্টার, ৪ জস ক্যান্ডিডেট মাস্টার ও ৪ জন মহিলা ক্যান্ডিডেট মাস্টার রয়েছেন। ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হ”েছ। প্রথম পর্ব হতে শীর্ষ¯’ান প্রাপ্ত ৪ টি দল চূড়ান্ত পর্বের সেমি-ফাইনালে খেলার সুযোগ পাবে। প্রতিটি ম্যাচ চার বোর্ডে অনুষি।ঠত হবে যার মধ্যে একজন মহিলা খেলোয়াড় বাধ্যতামূলক থাকতে হবে। প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৮ টা হতে অনলাইন দাবা প্লাট ফরম টরনেলোতে এ ইভেন্টের খেলা শুরু হয়।