বুধবার ৫ এপ্রিল সকালে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির মহাসচিব ড. সুফি সাগর সামস্ তার দলের ফেসবুকে বলেছেন, আশঙ্কা হচ্ছে, নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে বড় দুটি জোটের মধ্যে সমঝোতা না হলে নির্বাচনের পূর্বে বঙ্গ বাজারের মতো ভয়াবহ পরিণতি হতে পারে বাংলাদেশের। বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। শুধু অর্থ ও ক্ষমতার লালসে বিভোর থাকলে হবে না; সরকার এবং জনগণকে সতর্ক হতে হবে। মনে রাখতে হবে, দেশ বাঁচলে অর্থ-ক্ষমতা দুটোই থাকবে; কট্টরতা এবং গাফিলতিতে নিমগ্ন থাকলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। ঘরের শত্রু বিভীষণ। রাবনের একগুঁয়েমি আর দাম্ভিকতার কারণে বিভীষণ দল বদল করেছিল। বিভীষণের দল বদলের ফলেই লঙ্কা ভস্মীভূত এবং রাবনের পতন হয়েছিল। সাধু সাবধান।
বিএইচপি মহাসচিবের রাজনৈতিক সতর্কতামূলক মন্তব্যের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করে তার কাছে জানতে চেয়েছি যে, তিনি তার মন্তব্যে ‘ঘরের শত্রু বিভীষণ’ হিসেবে কাকে ইঙ্গিত করেছেন? আমাদের প্রশ্নের জবাবে সুফি সামস্ বলেন, বিভীষণ লঙ্কার রাজা রাবনের ভাই ছিলেন। দেবী সিতাকে কেন্দ্র করে শ্রী রামের সাথে রাবনের দ্বন্দ্ব হয়েছিল। এই দ্বন্দ্ব যুদ্ধে রূপ নিয়েছিল। সেই যুদ্ধ শ্রীলঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছিল। নৈতিকভাবে রাবনের উচিৎ ছিল শ্রী রামের সাথে সমঝোতা করা। সমঝোতা হলে বিভীষণ ভাই রাবনের পক্ষেই থাকতেন। কিন্তু রাবনের দাম্ভিকতা আর অহঙ্কার তাকে ধ্বংস করে দিয়েছিল। জাতীয় পার্টি বর্তমান সরকারের পক্ষ থেকে কোন প্রকার সুযোগ-সুবিধা পায়নি। শরীক দলগুলোকে আওয়ামী লীগ বর্তমান সরকারে শরীক করেনি। তাদের অন্তর না পাওয়ার জ্বালায় জ্বলছে, রয়েছে পুঞ্জিভূত ক্ষোভ। তারা নির্বাচনের পূর্বে বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন।
খুরশিদ আলম সরকার/বিডি রিপোর্টস্২৪.কম।