ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরুহচ্ছে ওয়ালটন দ্বিতীয় জাতীয় পুরুষ ও মিক্সড পেসাপালো চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ পেসাপালো অ্যাসোসিয়েশনের আয়োজনে দুইদিন ব্যাপী এ টুর্নামেন্ট হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার সংবাদসম্মেলনে টুর্নামেন্টনিয়ে বিস্তারিত জানান আয়োজকরা।সকাল ১১ টায় বঙ্গবন্ধু স্টেডিয়াম সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেসাপালো এসোসিয়েশনের সভাপতি ও ওয়ালটন গ্রুপের নির্বাহীপরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের এবং কোষাধ্যক্ষ আজম আলি খান।
সংবাদস ম্মেলনে এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘করোনার মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি ও ক্রীড়ামন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত নিয়মগুলো যথাযথ ভাবে মেনেই এইটুর্নামেন্ট আয়োজন করতেযাচ্ছি। আমরা ওয়ালটন পরিবার পেসাপালোর শুরুথেকেই ছিলাম। নতুন খেলাহলেও এটা ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। আশাকরা যায় একসময় এটিবেশ জনপ্রিয়তা পাবে। এই প্রতিযোগিতার সর্বাঙ্গিনসাফল্য ও মঙ্গলকামনা করছি।
জাতীয় চ্যাম্পিয়নশিপ দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে পুরুষ ও মিক্সড প্রতিযোগিতা। পুরুষ ক্যাটাগরিতে দলে১২ জনপুরুষ, মিক্সড ক্যাটাগরিতে দলে ৫ জন নারী ও ৭ জন পুরুষ খেলোয়াড় থাকবে।এবারের প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে ১০টি দল অংশগ্রহণ করবে।
দলগুলো হলো, পুরুষক্যাটাগরি:বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, স্যান্ড এঞ্জেলক্লাব, সাভার কমিউনিটিক্লাব ও জিসান স্পোর্টসক্লাব। এছাড়ামিক্সডক্যাটাগরি:বাংলাদেশপুলিশ, বাংলাদেশ আনসার, সাভারক মিউনিটিক্লাব ও জেস্পোর্টস একাডেমি।
প্রতিযোগিতায় অংশগ্রহন কারী ১০টি দল থেকে গতবছরের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল দুইটি গ্রুপের প্রথমে থাকবে। বাকিদলগুলো লটারির মাধ্যমে দুইগ্রুপে বিভক্ত হবে। প্রথমত পুরুষ ক্যাটাগরির ৬টি দলের গ্রুপ পর্বের খেলায় প্রত্যেকের সাথে খেলা হবে। গ্রুপহতে সেরা ৪টি দল ক্রসপদ্ধতিতে সেমিফাইনাল খেলবে এবং সেরা দুটিদল ফাইনাল খেলবে।মিক্সড ক্যাটাগরির ৪টি দল ক্রস নকআউট পদ্ধতিতে সরাসরি সেমিফাইনাল খেলে সেরা দুটিদল ফাইনাল খেলবে।
টুর্নামেন্টেরচ্যাম্পিয়ন ও রানার্স-আপদলকেট্রফি দেওয়া হবে। এছাড়া চ্যাম্পিয়নদলের খেলোয়াড়দের হোমঅ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
এইপ্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ডমার্সেল। মিডিয়াপার্টনার এটি এন বাংলা, এটি এন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিওটুডে। অনলাইন পার্টনার হিসেবেরয়েছে রাইজিং বিডিডটকম।