ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব, জেলা ৩১৫ এ১ বাংলাদেশ এর পক্ষ থেকে সম্প্রতি সাভারে মাজেদা ফাউন্ডেশন হাসপাতালে ০২টি রোগীর বিছানা হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এসময় ক্লাবের অক্টোবর সার্ভিস কার্যক্রমের আওতায় সাভারের ধামরাই এ গরীব ও দুঃ¯’ মানুষের মাঝে খাবার ও সার্জিকাল মাস্ক প্রদান করা হয়। লায়ন্স ক্লাবস
ইন্টারন্যাশনাল, ডিষ্ট্রিক্ট ৩১৫ এ১ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোহাম্মদ মিজানুর রহমান, জেলা লিও ক্লাবস্ধসঢ়; চেয়ারপার্সন লায়ন কমর উদ্দিন আহমেদ এমজেএফ ও ক্লাবের মেম্বরশীপ চেয়ারপার্সন লায়ন কাজী ইমতিয়াজ উদ্দীন আহমেদসহ মাজেদা ফাউন্ডেশ এর সিইও তারেক মিয়াজী স্ব স্ব প্রাতষ্ঠানের পক্ষে এসময় উপ¯ি’ত ছিলেন। এখানে উল্লেখ্য যে, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিষ্ট্রিক্ট ৩১৫ এ১ বাংলাদেশ এর অন্তর্ভুক্ত ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সমাজ ও মানব উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড করে যা”েছ। দেশের দারিদ্র্য বিমোচন ও নিরক্ষরতা দূরীকরণসহ বিভিন্ন প্রকল্প যেমন- গরীব ও দুঃ¯’ মানুষের মাঝে বস্ত্রবিতরণ, ঈদবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচীসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।