বাংলাদেশ রাগবী ফেডারেশন (ইউনিয়ন) ও ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টস্ লিঃ ১২ই অক্টোবর, সোমবার সকাল ১১ ঘটিকায় ইউনুস সেন্টারে হেড অফিসে ”ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টস্ লিঃ” এর মোঃ বদরুল হক পাটওয়ারী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেড অফ এইচ.আর.ডি কার্ড এন্ড লজিষ্টিক, বাংলাদেশ রাগবী ফেডারেশন ইউনিয়ন এর যুগ্ম সাধারন সম্পাদক সাঈদ আহমেদ এর হাতে ১০ হাজার মাস্ক, ৫ হাজার হ্যান্ড গøাভস ও ২০ লিটার হ্যান্ড স্যানিটাইজার হষÍান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে অরো উপ¯ি’ত ছিলেন মোঃ শাহাজাদা সেলিম সিনিয়র প্রিন্সিপাল অফিসার লজিস্টিক ডিভিশন।
বাংলাদেশ রাগবী ফেডারেশন ইউনিয়ন এবং ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টস্ লিঃ যৌথ উদ্দোগে মাস্ক, হ্যান্ড গøাভস ও হ্যান্ড স্যানিটাইজার করোনা কালে সচেতনাতা তৈরি করা লক্ষ্যে বিভিন্ন ¯’ানে পরর্বতীতে সরঞ্জাম গুলো বিতরন করা হবে।
করোনাকালে ইতিমধ্যে একাধিক বার মাস্ক, হ্যান্ড গøাভস ও হ্যান্ড সানিটাইজার বিতরন করা হয়েছে। উল্লেখ্য ¯’ানগুলো ঢাকার বিভিন্ন ¯’ানের বাস-স্ট্যান্ডে রেলওয়ে স্টেশনে ইত্যাদি। জনগনের মধ্যে ১০ হাজার মাস্ক, ৫ হাজার গøাভস ও ২০ লিটার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যব¯’া করা হবে। আগামীতে বাংলাদেশ রাগবী ফেডারেশন (ইউনিয়ন) আরোও করোনা সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী চলমান থাকবে।