করোনার সবচেয়ে ভয়াল থাবা পড়ছে ক্রীড়াঙ্গনে।বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন খেলোয়াড়,কোচ,ও দরিদ্র মানুষের মাঝে, আর্থিক ও খাদ্যদ্রব্য বিতরন করেছে।
এই পযর্ন্ত ৩০ জন ক্রীড়াবিদকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এবং দু:স্থ ৭২২ মানুষের মাঝে খাদ্য দ্রব্য বিতরন করা হয়েছে। রাগবি সংগঠক ,কোচরা ও নিজস্ব উদ্যেগে বিভিন্ন জেলায় খাদ্য সামগ্রী বিতরন করেন। এ ভাবে সকল ফেডারেশন গুলোকে তাদের দু:স্থ ক্রীড়াবিদদের সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ জনাই বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর পক্ষে থেকে।-প্রেস বিজ্ঞপ্তি