বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে ৫ম বারের মতো দেশের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতার ২১ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত হলো। দেশের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আইসিটি চর্চা ব্যাপক ভাবে সম্প্রসারণের উদ্দেশ্যে এবং বর্তমান সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশের উপযুক্ত মানব সম্পদ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রস্তুতির জন্য এ প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করা হয়।
সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রধান কার্যালয় ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর ও রংপুর বিসিসি’র আঞ্চলিক কার্যালয়সমূহে এ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সহায়তাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম, পিএএ এবং সিএসআইডি’র নির্বাহী পরিচালক জনাব খন্দকার জহুরুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক জনাব পার্থপ্রতিম দেব।
দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি)। এ চারটি ক্যাটাগরিতে মোট ১৫৭ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট-এই চারটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে হতে সেরা মোট ২০ জন প্রতিযোগীকে আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিত প্রতিযোগীরা বিসিসি পরিচালিত বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবে এবং আগামী জানুয়ারী ২০২১ এ অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। প্রত্যেক বিজয়ী প্রতিযোগী পুরস্কার স্বরূপ পাটের ব্যাগসহ স্যুভেনীর, একসেট বই এবং একটি করে স্মার্ট ফোন পাবেন। এ প্রতিযোগিতা আয়োজনে ওয়াল্টন, জেনওয়েবটু এবং ফিফোটেক পৃষ্ঠপোষকতা করেন।
নির্বাচিত প্রতিযোগীদের তালিকা:
ক্রমিক | দৃষ্টি প্রতিবন্ধী | শারীরিক প্রতিবন্ধী | বাক ও শ্রবণ প্রতিবন্ধী | (এনডিডি) |
১ | মোঃ ইমরান হোসেন, ঝিনাইদহ | নাহিদুল ইসলাম, শরিয়তপুর | অয়ন চক্রবর্তী, রাঙামাটি | অমিত সুজাউদ্দিন তুরাগ, ঢাকা |
২ | জয়দ্বীপ রায়, সিলেট | মেহেদি হাসান, জামালপুর | মোঃ আবু সাদেক, চট্ট্রগ্রাম | তাহমিদ যুহাইর ইশমাম, ঢাকা |
৩ | মাহামুদুল হাসান হৃদয়, ঢাকা | কাজী রাহাতুল ইসলাম তুষার, বরিশাল | আতিকুর রহমান, রাজশাহী | নেছার উদ্দীন আহমেদ, শরিয়তপুর |
৪ | মোঃ হাসিবুর রহমান (রাসেল), রাজশাহী | সেলিম শেখ, রাজবাড়ি | রইচ উদ্দীন (মারুফ), নওগাঁ | |
৫ | মোহাম্মাদ রাহী জি চৌধুরী, চট্ট্রগ্রাম | মোঃ সাজ্জাদুল ইসলাম স্বাধীন, ঢাকা | সিয়াম মোস্তাফা, ফরিদপুর | |
৬ | নিয়ামুর রহমান শিহাব, বরিশাল | |||
৭ | মোঃ সামির উদ্দিন, ঠাকুরগাঁও |